গঙ্গারামপুর,২৬ অগাস্ট : —————–
পথ দুর্ঘটনায় রুখতে ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ,সেভ লাইফ কর্মসূচি চালু করেন। দুর্ঘটনা নিয়ন্ত্রনে আনতে এতদিন শুধুমাত্র পথ চলতি সাধারন মানুষ। মোটর বাইক আরোহী সহ বিভিন্ন যানবাহন চালকদের সচেতন করা হত। সচেতনতার বার্তা দিয়ে বিলি করা হত হেলমেট।চার চাকার চালকদের সিট বেল্ট পড়ে ড্রাইভ করা বার্তা দেওয়া হত।মোবাইল ফোনে কথা বলতে বলতে পথ,ট্রাফিক সিগন্যাল দেখে রাস্তা পারাপারের বার্তা দেওয়া হয়। এর পাশাপাশি স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে জোড় দিয়েছে জেলা পুলিশ প্রশাসন। সেই মত শনিবার গঙ্গারামপুর শহরের হোলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে পড়ুয়া নিয়ে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।এদিনের সচেতনতা শিবিরে অংশ নিয়েছিল হোলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয় ও সেন্ট যোশেব উচ্চ বিদ্যালয়ের ছাত্র,ছাত্রীরা। সেখানে জেলা পুলিশ কর্তারা পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা দেন। তুলে ধরে লেখাধূলা থেকে শুরু করে জানবার ইচ্ছে সহ পাঁচ বিষয়। সচেতনতা শিবির চলাকালীন পড়ুয়া পুলিশ কর্তাদের কাছে প্রশ্ন করেন কিভাবে আইপিএস অফিসার হওয়া যাবে। পুলিশ কর্তারাও উত্তর দিয়ে তাদের বুঝিয়ে দেন। সেই সঙ্গে চলে কুইজ।
শনিবার পথ নিরাপত্তা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে,অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার মহম্মদ নাসিম,অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন )ডেনডুপ শেরশা,আইপিএস অফিসার রিকি আগরওয়াল,গঙ্গারামপুর পুরসভার পুর প্রধান প্রশান্ত মিত্র,ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা,গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য,গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র,গঙ্গারামপুর ট্রাফিক ওসি রঞ্জিত দাস,হোলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার জেসি,সেন্ট যোশেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার মৃত্যুঞ্জয় হাঁসদা প্রমুখ।
জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন,পথ দুর্ঘটনা রুখতে আমরা সব সময় সচেতনতা মূলক বার্তা দিয়ে থাকি। আজকে গঙ্গারামপুর হোলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয় পড়ুয়াদের নিয়ে পথ নিরাপত্তার বিষয়ে সচেতন করা হল।
গঙ্গারামপুরের পুরসভার পুর প্রধান প্রশান্ত মিত্র বলেন,আজকে যে সমস্ত ছাত্র ছাত্রীরা পথ নিরাপত্তা বিষয়ে পুলিশ কর্তাদের কাছে শিখলেন। আগামী দিনে তারা অন্যান্য ছাত্র,ছাত্রীদের কাছে গল্প করে বোঝাতে পারবে।

