বালুরঘাট, ৯ জুলাই ——–—– পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন, ডিজি, চিফ সেক্রেটারি সহ সমস্ত প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে খুনের মামলা করবার দাবি সুকান্তর। রবিবার বালুরঘাটে একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তার অভিযোগ যে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল সেখানে কোনরকম হিংসাত্মক ঘটনার খবর নেই। কিন্তু যেখানে যেখানে রাজ্য পুলিশ মোতায়ন ছিল সেখানেই ছাপ্পা থেকে শুরু করে মারামারি সবই ঘটেছে। ডিএম ও এসপিরা ইচ্ছে করে জেনে শুনেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেনি সমস্ত বুথে। আর যার কারনেই কিছু মানুষের জীবন নিয়ে খেলা হল এই নির্বাচনে। এসবের দায় কে নেবে ? এতগুলো জীবনের দামই বা কে দেবে ? যেসব প্রশ্ন উস্কে দিয়েই এদিন রাজ্যের নির্বাচন কমিশন, ডিজি, চিফ সেক্রেটারি সহ সমস্ত প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করবার দাবি জানিয়েছেন তিনি। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিএসএফের ডিজির কথায় সহমত পোষণ করে এমনই কড়া ভাষায় আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার বলেন, কেন্দ্রীয় বাহিনী যেসব জায়গায় ছিল সেখানে কোন হিংসাত্মক ঘটনা ঘটেনি। মাত্র দুজন কেন্দ্রীয় বাহিনী যে বুথে ছিল সেখানেও নাক গলানোর সাহস দেখায় নি তৃণমূলের দুস্কৃতিরা। এদিন বিএসএফের ডিজির দাবি করা সেই কথাকে সমর্থন করেই রাজ্য নির্বাচন কমিশন, ডিজি ও চিফ সেক্রেটারির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করবার দাবি করেছেন তিনি।

