বামনগোলা: স্থানীয় সূত্র জানা গেছে বিভিন্ন নেতা-মন্ত্রীদের ও প্রশাসনকে তাদের সমস্যা জানিও কোন লাভ হয়নি। তাই এবার ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে মালদহের বামনগোলা ব্লকের মদনাবতি অঞ্চলের পিরলতলা ঘাট থেকে শিয়ালডাঙা মোর পর্যন্ত দীর্ঘ রাস্তার না হওয়াতে তাদের বর্ষাকালে সমস্যায় পড়েন। তাই তারা ভোট বয়কটের ডাক দিয়েছেন।বহুবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন মহলে জানিয়ে কোন লাভ হয়নি।

