উল্লেখ্য পঞ্চায়েত ভোটে ২১ নং জেলা পরিষদের তৃণমূলের প্রার্থী পছন্দ না হওয়ায় তৃণমূল থেকে কংগ্রেসে এসে 21 নং জেলা পরিষদের কংগ্রেসের প্রার্থী হিসেবে নমিনেশন দিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার বাসিন্দা সরফরাজ আলী। পঞ্চায়েত ভোটের আর মাত্র কয়েক দিন বাকি। সেই দিনটি মাথায় রেখেই জোর কদমে নিজের এলাকায় গিয়ে প্রচারে ব্যস্ত কংগ্রেস প্রার্থী সরফরাজ আলী। বাড়ি বাড়ি গিয়ে এলাকার ছোট থেকে বড় সকলের কাছে হাতজোড় করে ভোট চাইছেন সরফরাজ আলী। তাকে সকলেই দুহাত ভোরে আশীর্বাদ করছেন এলাকার মানুষজনেরা। এলাকার মানুষদের দাবি বিগত দিনে তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতারা এলাকার কোন উন্নয়নমূলক কাজই করেননি। আগামী দিনে যদি ২১ নং জেলা পরিষদের আসনে কংগ্রেস প্রার্থী সরফরাজ আলি জয়লাভ করেন তাহলে তার কাছে রাস্তাঘাট, পানীয় জল ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের আশা রাখছেন এলাকার বাসিন্দারা।
এই বিষয়ে দক্ষিন দিনাজপুর ২১ নং জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী সরফরাজ আলী জানিয়েছেন, আজকে আমরা বংশীহারী এলাকার বিশ্বনাথপুর ডোবা এলাকায় সমস্ত বাড়িতে ভোট প্রচারে বেরিয়েছি। এলাকার মানুষজনেরা দুহাত ধরে আমাকে আশীর্বাদ করছেন যাতে আমি বিপুল ভোটে জয়লাভ করতে পারি। মানুষের উৎসাহ দেখে মনে হচ্ছে আমার জয়লাভ এখন শুধু সময়ের অপেক্ষা।
এ বিষয়ে বিশ্বনাথপুর এলাকার দুই বাসিন্দা বিশ্বনাথ সরকার, গৌতম সিংহ জানিয়েছেন,আজকে আমাদের বিশ্বনাথপুর ডোবা এলাকায় ২১ নং জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী সরফরাজ আলি ভোট প্রচারে বেরিয়েছেন। ও আমাদের এলাকারই ছেলে। তাকে আমরা দুহাত ভরে আশীর্বাদ করলাম যাতে সে বিপুল ভোটে জয়লাভ করে আমাদের এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে পারে তার কাছে এই আশা রাখছি।

