উল্লেখ্য গত বছর পঞ্চায়েত ভোট দিতে গিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়েছে চক চাদ মুখ এলাকার বাসিন্দাদের। গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ ১৫ কিলোমিটার দূরে গিয়ে ভোট দিতে হয় এলাহাবাদ অঞ্চলের বরখোর বুথে। নিজেদের ভোট নিজেরাই দিতে পারেনি এই গ্রামের বাসিন্দারা বলে অভিযোগ। অন্য কোথাও ভোট দিলে খেতে হয়েছে বেধড়ক মারধর। কাগজ কলমে এখনো বুনিয়াদপুর পৌরসভার ভোটার তারা বলে অভিযোগ গ্রামবাসীদের। চক চাঁদ মুখ এলাকায় ST , SC সম্প্রদায়ের প্রায় ৩৫ টি পরিবারের শতাধিক ভোটার রয়েছে। ২০১৭ পৌরসভা পৌরসভা গঠন হবার ২০১৯ লোকসভা ও ২০২১ সালে বিধানসভা ভোট দিয়েছেন নারায়নপুর বুথ থেকে গ্রামের বাসিন্দারা ভোট দিয়েছেন নারায়নপুর স্কুলে। এখাধিকবার লিখিত ভাবে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানানোর পরেও মেলেনি কোন সুরাহা। ক্ষিপ্ত গ্রামবাসীদের অভিযোগ বাড়ির পাশে ব্রজবল্লবপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর বুথে ভোট দেওয়ার বেবস্থা করুক। জীবনের ঝুকি নিয়ে গ্রামবাসীরা ভোট দিতে যেতে নারাজ। বাধ্য হয়ে ভোট বয়কটের ডাক বোর্ড যুলিয়ে রয়েছে।
এই বিষয়ে আতঙ্কিত এলাকাবাসী বনাল সরকার , জতিশ সরকার ও অমিত সরকার জানিয়েছেন আমরা ভীষণ আতঙ্কে রয়েছি। এর আগের পঞ্চায়েতে এলাহাবাদ অঞ্চলের বরখর বুথে ভোট দিতে গিয়ে নিজের ভোট নিজেরা দিতে পারিনি। ছাপ্পা ভোট করিয়েছিল বড়খোর বুথে। তৃণমূল ছাড়া অন্য কোথাও ভোট দিলে খেতে হয়েছে মারধর। আমরা ১৫ কিলোমিটার দূরে জীবনের ঝুকি নিয়ে ভোট দিতে যেটা চাইনা।

