পঞ্চায়েত ভোটের আগে ফের তৃণমূলে ভাঙ্গন, কংগ্রেসের যোগদান তিন শতাধিক কর্মীর।

উত্তরবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

মালদা:-
গ্রাম পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে নিজেদের সংগঠন মজবুত করতে লেগে ভিড়ে পরেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি।পিছিয়ে নেই মানিকচক ব্লক জাতীয় কংগ্রেস নেতৃত্ব।রবিবার দুপুর নাগাদ মালদার মানিকচকের মানিকচক ব্লক কমেনিউটি হল প্রাঙ্গনে মানিকচক ব্লক জাতীয় কংগ্রেসের তরফে যোগদান সভা অনুষ্ঠিত হয়।এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন সুজাপুর বিধাসভার প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরী,মানিকচক বিধানসভার প্রাক্তন বিধায়ক মোওাকিন আলম,মালদা জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্র নাথ হালদার,মানিকচক ব্লক জাতীয় কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ কংগ্রেস নেতৃত্ব।

এদিনের যোগদান সভা থেকে আনুমানিক তিনশো জন তৃণমূল কংগ্রেসে নেতা কর্মীরা জাতীয় কংগ্রেসে যোগদান করেন বলে দাবি কংগ্রেস নেতৃত্বের।এই যোগদান আগামী গ্রাম পঞ্চায়েত ভোটে কংগ্রেসকে আরো মজবুত করবে বলে মনে করছেন কংগ্রেস নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *