বুধবার রুতুয়ার ২৪ নম্বর জেলা পরিষদ প্রার্থী মোঙ্গলী চৌধুরীর সমর্থনে রাধানগর,গোবিন্দপুর, নন্দনপুর,তেরেসিয়া,দেবীপুর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচার অভিযান চালানো হয়। দেবীপুর এলাকায় নির্বাচনী প্রচারে কন্যাশ্রী,রূপশ্রী, লক্ষ্মীভান্ডার সহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরে প্রচার অভিযান চালান তৃণমূল প্রার্থী ও কর্মীরা। প্রচার নিয়ে একপ্রকার ব্যাপক সাড়া গোটা রতুয়া এলাকায় জুড়ে। কখনো টোটো করে কখনো পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন তারা।এদিনের প্রচার অভিযান সম্পর্কে দেবীপুর অঞ্চল তৃণমূলের সভাপতি লালটু চৌধুরী জানিয়েছেন সাধারণ মানুষের ব্যাপক সাড়া রয়েছে তৃণমূলের পক্ষে তাই জয় ১০০ শতাংশ নিশ্চিত আগামী দিনে এলাকার যে সমস্ত উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে তা করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

