পঞ্চায়েত ঘোষণার আগেই দেওয়াল দখলের মধ্য দিয়ে বিশেষ প্রচার অভিযানে নামলো , বিজেপি কর্মী সমর্থকদের

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য

গঙ্গারামপুর ব্লকের দমদমা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথবাটি বুথে জেড পি ৫ মন্ডলের সদস্যরা পঞ্চায়েত ঘোষণার আগেই দেওয়াল দখলের মধ্য দিয়ে বিশেষ প্রচার অভিযানে নামলো , বিজেপি কর্মী সমর্থকদের দাবি তারা এবার দমদমা গ্রাম পঞ্চায়েত দখল করবেই নিপা মুখার্জি গঙ্গারামপুর একুশে মার্চ দক্ষিণ দিনাজপুর। পঞ্চায়েত ভোটের আনাগোনা শুরু হয়েছে। ভোট ঘোষণার আগে থেকেই বিভিন্ন দেওয়াল দখল করে আগামীতে তারা প্রচার করবেন বলে বিজেপি দলীয় কর্মীরা কাজ করে যাচ্ছেন। এদিন বিজেপির দমদমা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথবাটি বুথের বিভিন্ন জায়গায় দলীয় নেতৃত্বরা সাইট ফর বিজেপি লিখে তাদের দেওয়াল দখল করে রাখছে বাড়ির মালিকদের অনুমতি নিয়ে। অঞ্চল বিজেপি নেতাদের আশা জেড পি ৫ মন্ডলের কর্মী সমর্থকের এই কাজ করেন। তোর আশা করেন এবং প্রচারের মধ্য দিয়ে আগামীতেই দমদম পঞ্চায়েত বিজেপি দখল করবে। গঙ্গারামপুর ব্লকের দমদমা গ্রাম পঞ্চায়েত দখল করার জন্য ইতিমধ্যেই জেডপি ৫ মন্ডল কমিটির অন্যতম সদস্য অর্পণ দত্ত, অপূর্ব মুর্মু, দীপঙ্কর দাসেরা মিলে এই গ্রাম পঞ্চায়েতটি দখল করার জন্য বৌদির আগে থেকেই তাদের সংগঠন মজবুত করতে শুরু করেছে। এদিন বিজেপি জেডপি ৫ মন্ডল কমিটির অন্যতম সদস্য অর্পণ দত্ত, অপূর্ব মুর্মু, দীপঙ্কর দাসেরা মিলে দমদমা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথবাটি বিভিন্ন দেওয়াল গুলি বিজেপি হয়ে পঞ্চায়েত ভোটের দেয়ালের প্রচার লিখবেন বলে উক্ত দেওয়ালের মালিকদের কাছ থেকে অনুমতি নিয়ে সাইট ফর বিজেপি লেখার কাজ শুরু করেছে। মন্ডল নেতৃত্বদের দাবি , এমন প্রচারের মধ্য দিয়ে এবার তারা দমদমা গ্রাম পঞ্চায়েতটি দখল করবে। দেওয়াল সাইড ফর রঘুনাথবাটি এলাকার দেওয়াল গুলি সাইট ফর বিজেপি নাকি তাদের দখলে রাখছে। এবিষয়ে বিজেপি জেদপি ৫ মন্ডলের অন্যতম নেতা অর্পণ দত্ত জানিয়েছেন, আগামীতে এই পঞ্চায়েত দখল করার জন্য তারা এখন থেকে বিশেষ প্রচারে নেমেছেন। তাদের এই প্রচার দলের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় চলতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *