বংশীহারী ব্লকের বিভিন্ন এলাকার পাশাপাশি গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের শায়েস্তাবাদ বুথে এসে গ্রামবাসীদের রাস্তা করে দেবার আশ্বাস দিয়েছেন।
আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রচার চলছে জোর কদমে। রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েত ও ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নিয়ে ভোট প্রচার করলেন।
এই বিষয়ে ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন আজকে আমরা বংশীহারী ব্লকের বিভিন্ন এলাকায় প্রার্থীদের নিয়ে ভোট প্রচার এসেছি। সাধারণ মানুষের কাছে তৃণমূল সরকারের উন্নয়নের কথা তুলে ধরা হয়েছে। এই গ্রামের রাস্তাও করে দেওয়া হবে ভোটের পরে ।

