পঞ্চায়েতের টিকিটের মতোই টাকা দিলেই মিলছে আইটিআই কলেজের সিট বলে অভিযোগ ছাত্রদের। ছাত্রদের সাথে ধস্তাধস্তিতে মাতলেন বংশীহারী আইটিআই কলেজ কর্তৃপক্ষ, হতবাক কলেজ পড়ুয়া। ছাত্র বিক্ষোভে উত্তাল বংশীহারির আইটিআই কলেজ, স্থগিত কাউন্সিলিং প্রক্রিয়া।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বংশীহারী আইটিআই কলেজে চলতি আগস্ট মাস থেকে শুরু হয়েছে প্রথম বর্ষের ছাত্রদের ভর্তি প্রক্রিয়া। আজ অর্থাৎ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত স্পট কাউন্সিলিং এর ডেট দেওয়া হয়েছিল বংশীহারী আইটিআই কলেজের ওয়েবসাইট নোটিসে। সেই মতো কলেজ পড়ুয়ারা বেলা 11 টা নাগাদ উপস্থিত হয় বংশীহারী আইটিআই কলেজে। কলেজ পড়ুয়াদের উপস্থিত লক্ষ্য করে কলেজ কর্তৃপক্ষ কলেজের মেইন গেট আটকে ছাত্রদের বের করে দেয় বলে অভিযোগ ছাত্রদের। পড়ুয়ারা কলেজ থেকে বের হতে না চাইলে কলেজ কর্তৃপক্ষ ও ক্যান্টিনের স্টাফরা মিলিত হয়ে ছাত্রদের উপর চড়াও হয় ও লাথি ঘুসি মেরে কলেজ গেটের বাইরে বের করে দেয়। এরপরে উত্তপ্ত হয় পরিস্থিতি। ছাত্রদের অভিযোগ ৩০ হাজার টাকা দিলেই মিলছে কলেজের ইলেকট্রিক ও ফিটারের সিট। আমরা এর প্রতিবাদ করতে গেলেই আমাদেরকে লাখি ঘুসি মেরে বের করে দেওয়া হয় কলেজ থেকে।

এই বিষয়ে কলেজের ছাত্র অরিজিৎ হাজরা ও সাইদুল রহমানরা জানিয়েছেন, আজকে আমাদের বংশীহারী আইটিআই কলেজে ছিল স্পট কাউন্সেলিং এর ডেট। আমরা এসে দেখতে পাই যারা কলেজে উপস্থিত ছিল না তারা টাকার বিনিময়ে ইলেকট্রিশিয়ান ও ফিটারের ট্রেডে ভর্তি হয়ে গেছে। আমরা এখন নিরুপায়। আমাদের সকলের একটি দাবি যারা কলেজে ভর্তি হলো না তারা কি করে স্পট কাউন্সেলিং এ চান্স পেলে। আমরা চাই কলেজ কর্তৃপক্ষ স্বচ্ছতার সাথে কাউন্সিলিং করুক যাতে আমরা গরিব ঘরের ছেলেমেয়েরা সরকারি কলেজে পড়াশোনা করতে পারি।

এই বিষয়ে বংশীহারী আইটিআই কলেজের প্রিন্সিপাল ডক্টর সোমনাথ পাল জানিয়েছেন, ছাত্ররা যে অভিযোগ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এরকম অভিযোগ এর আগে বংশীহারী আই টি আই কলেজে কোনদিন পাওয়া যায়নি, ভবিষ্যতেও পাওয়া যাবে না বলে আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *