বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ কালিচক ২ নম্বর ব্লকের ছাবিলপাড়া গ্রামের ঘটনা।
গ্রামবাসীদের দাবি অমৃতি থেকে মোথাবাড়ি হয়ে কালিয়াচক গামী রাস্তা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত নো এন্ট্রি থাকে।। তার ফলে মেহেরাপুর স্ট্যান্ড হয়ে ছাবিল পাড়া গ্রামের মধ্যে দিয়ে ওভারলোডেড বড় বড় লরি সাদুল্লাপুর হয়ে এন এইচ এর দিকে যায় এবং আমাদের গ্রামে প্রচুর দুর্ঘটনা ঘটে।
এমনকি রাস্তার উপরে রয়েছে ছাবীল পাড়া প্রাথমিক বিদ্যালয়,।
ওই স্কুলের শিক্ষকের দাবি কিছুদিন আগে তাদের স্কুলের এক বাচ্চা ওই রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে এবং সে এখন চিকিৎসাধীন।। এর ফলে সব মিলিয়ে গ্রামবাসীরা মেহেরাপুর সাদুল্লাপুর গামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখতে থাকেন।।

