নির্মায়া গ্রুপ অব স্কুলের দুইদিন ব্যাপি প্রথম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে তপন আনন্দ আশ্রম ক্লাব প্রাঙ্গণে বিজ্ঞান প্রদর্শনী ও হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল

প্রথম পাতা

। সেই সঙ্গে ঐ দুই দিন বিকেল থেকে রাত্রি পর্যন্ত নির্মায়া স্কুল সহ বিভিন্ন স্কুলের স্থানীয় খুদে ছাত্র ছাত্রী, যুবক যুবতীসহ বহিরাগত শিল্পী সমন্বয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিলো। প্রথম দিন দুপুর ২ টো থেকে ছিলো বিজ্ঞান মডেল প্রতিযোগিতা ও প্রদর্শনী। যেখানে দক্ষিন দিনাজপুর বিজ্ঞান মঞ্চ থেকে উপস্থিত ছিলেন শিক্ষক ডা: অমিত ঘোষ মহাশয়। বিভিন্ন স্কুলের ১৫ জন শিক্ষার্থী তারা পরিবেশ সচেতনতার এবং প্রযুক্তির নানান বিষয় নিয়ে অভিনব মডেল তারা প্রদর্শিত করে। এরপর, শুরু হয় শিশু ও নারী অধিকার ও সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে মনোজ্ঞ আলোচনা। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন মন্দিরা রায় এবং কমিটির মেম্বার সুরজ দাস মহাশয়।
বিকেলে, প্রতিভাবান স্থানীয় শিশুদের নিয়ে বাদ্যযন্ত্র বাজানোর প্রদর্শন হয়। রাতে সমবেত ভাবে ৪ জন খুদে ছাত্রীরা “তিলোত্তমা” ছবির লাইভ ড্রয়িং তৈরি করে দর্শকদের উপহার দেয়। এছাড়াও ক্যারাটে, নৃত্য, ধ্রুপদী সঙ্গীতের আসর ছিলো শেষের দিকে।
দ্বিতীয় দিন ছিলো ছোটো শিশু থেকে শুরু করে সব বয়সিদের জন্য হস্ত শিল্প প্রতিযোগিতা এবং প্রদর্শনী।
উপস্থিত ছিলেন অধ্যাপক অভিজিৎ সরকার মহাশয় এবং তপন ব্লক যুব আধিকারিক স্মিতাশ্রী বিশ্বাস।
বিকেলে ভিকাহারের ইমানুয়েল মিশন বৃদ্ধাশ্রম এবং শিশুলয় থেকে আগতা ১৪ জন কিশোরী, তাদের সঙ্গীত ও নৃত্য প্রদর্শন করে। সঙ্গে উপস্থিত ছিলেন মিশন হোমের কর্নধার গদাধর বর্মন মহাশয়।
রাতে নির্মায়া গ্রুপ অব স্কুলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিলো বর্ণাঢ্য বিচিত্রা অনুষ্ঠান। যেখানে সোসাল মিডিয়ায় ভাইরাল হওয়া শিল্পী অতুল রায় তার মধুর সঙ্গীত পরিবেশন করেন।
রাতে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *