, বালুরঘাট, ৩০ জুন —— শুক্রবার বিকেলে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জন্য বরাদ্দকৃত মোট ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায় বালুরঘাট রেল স্টেশনে। যারমধ্যে ছয় কোম্পানি দক্ষিণ দিনাজপুর এবং বাকি ছয় কোম্পানি উত্তর দিনাজপুরের জন্য বরাদ্দ করা হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। যাদের এদিন ফুলের তোড়া দিয়ে বিশেষ ভাবে অভিনন্দন জানান ডিএসপি সদর বিল্বমঙ্গল সাহা এবং বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা সহ অনান্য পুলিশ আধিকারিকেরা। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মতো এদিন বিকেলে ত্রিপুরা থেকে একটি বিশেষ ট্রেনে চেপে বালুরঘাটে আসে বিশাল ওই কেন্দ্রীয় বাহিনীর টিমটি। ১২ কোম্পানি ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এদিন সন্ধাতেই পৌঁছে যাবে নিজেদের দায়িত্বপ্রাপ্ত এলাকায়। জেলা প্রশাসন সূত্রের খবর অনুযায়ী নির্বাচন কমিশনের দাবি মত যদি সমস্ত কেন্দ্রীয় বাহিনী চলে আসে তাহলে ৪০ কোম্পানি পর্যন্ত বাহিনী আসতে পারে দক্ষিণ দিনাজপুর জেলায়। সেই মতোই ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করেছে জেলা প্রশাসন। যদিও দক্ষিণ দিনাজপুর জেলায় এখনো পর্যন্ত মোট সাত কোম্পানি বাহিনী এসে পৌঁছেছে।
ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা বলেন,দুই দিনাজপুরের জন্য মোট ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এদিন এসে পৌঁছেছে। যার মধ্যে ছয় কোম্পানি দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি, হরিরামপুর, গঙ্গারামপুর, তপন ও পতিরামে পৌঁছে দেওয়া হয়েছে।

