শিলিগুড়ি:- সাতসকালে বেহাল রাস্তার জেরে দূর্ঘটনা!খড়িবাড়ি থেকে বিহারগামী জাতীয় সড়ক ৩২৭ বেহাল দশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে নজনজুলিতে উল্টে গেল বাঁশবোঝাই কনটেনার।খড়িবাড়ির বাতাসির বলাইঝোড়া এলাকায় ঘটনা।এদিন গুয়াহাটি থেকে উত্তরপ্রদেশ যাওয়ার সময় খড়িবাড়িতে রাস্তার গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় কনটেনারটি। ঘটনায় আহত হন কনটেনার চালক।পরে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।জাতীয় সড়কে অবস্থা বেহাল থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের

