মালদা—————– বুধবার প্রায় এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের কালুয়াদিঘি ৩৪ নং জাতীয় সড়কে। জানা গেছে, নদীয়ার নাজিরপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে পিকআপ ভ্যানে বোঝায় করে কলা নিয়ে যাচ্ছিল।হঠাৎ করে জাতীয় সড়কে সামনের দিকে একটি ট্রাক্টর চলে আসায় সেই সময় সামনে কয়একজন রাস্তায় মানুষজন বাচাতে গিশে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। যদিও চালক এবং সহচালকের কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি অল্পের জন্য প্রাণে বাঁচে। দুর্ঘটনার ফলে পিকআপ ভ্যানের কিছুটা অংশ দুমড়েমুচড়ে যায় এবং বোঝায় করা কলা গুলো অর্ধেক অংশ নষ্ট হয়েছে বলে খবর। যদিও পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে।

