নিট পরীক্ষার মাধ্যমে মেডিকেল কলেজে পড়াশোনা করার সুযোগ পাওয়া ছাত্রদেরকে সম্বর্ধনা দেওয়া হল ক্রিসেন্ট একাডেমির পক্ষ থেকে। মেডিকেলে পড়ার সুযোগ পেয়ে খুশি ছাত্ররা।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

ছোটবেলায় চিকিৎসকের সেট নিয়ে খেলার সময় থেকেই মনে মনে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে অনেকেই। সেই স্বপ্নকেই বাস্তব করার তাগিদে চলতে থাকে পড়াশোনা। তবে, দ্বাদশ শ্রেণি পাশ করার পর চিকিৎসকের পেশায় যাওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন নিট প্রবেশিকা পরীক্ষা পাশ করা। এক কথায় বলা যায় চিকিৎসক হওয়ার প্রথম ধাপ নিট পরীক্ষা। ৫ মে ২০২৪ এ হয় এই নেট পরীক্ষা হয়। এই পরীক্ষার মাধ্যমে ক্রিসেন্ট একাডেমির দুই ছাত্র মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন, কুমুদ রঞ্জন মন্ডল ও মনোজ কুমার সরকার । দুই ছাত্রই মেডিকেলে পড়াশোনা করে বাবা মার মুখ উজ্জ্বল করতে চান বলে জানিয়েছে। কুমুদ রঞ্জন মন্ডল ক্লাস নাইন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে ক্রিসেন্ট একাডেমী থেকে। নেট পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করে নীলরতন সরকার মেডিকেল কলেজে ও হাসপাতালে ডাক্তারি নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছে। পাশাপাশি মনোজ কুমার সরকার নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে ক্রিসেন্ট একাডেমি থেকে। নিট ২০২৪ এ পরীক্ষা দিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তারি নিয়ে পড়ার সুযোগ পেয়েছে। দুই ছাত্র ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে পড়াশোনা শুরু করছেন বলে জানিয়েছে। একাডেমীর ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আরো মনোযোগী করে তোলবার জন্য মেডিকেলে পড়াশোনা করার সুযোগ পাওয়া ছাত্রদের ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেওয়া হলো অনুষ্ঠানের মাধ্যমে। পাশাপাশি একাডেমির পক্ষ থেকে তাদের পড়াশোনা করবার সহযোগিতার জন্য দেওয়া হল উপহার। ছাত্র-ছাত্রীদের ভালো পড়াশোনা ও রেজাল্ট দেখে খুশি হয়েছেন অভিভাবক অভিভাবিকা রাও। এদিনের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিসেন্ট একাডেমীর অন্যতম কর্ণধার মোহাম্মদ এযাবুল হক, একাডেমির শিক্ষক শিক্ষিকারা সহ ছাত্রছাত্রীরা ও অভিভাবক অভিভাবকরা।

এ বিষয়ে কুমুদ রঞ্জন মন্ডল জানিয়েছে বাবা মা শিক্ষক-শিক্ষিকারা সহ সহকর্মীরা সকলের সহযোগিতায় আমি নেট পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করেছি। এই পরীক্ষার মাধ্যমে আমি মেডিকেল কলেজের সুযোগ পেয়েছি ডাক্তার এ নিয়ে পড়ার। বাবা ও মায়ের ও নিজের স্বপ্ন পূরণ করতে আপ্রন চেষ্টা করছি।

এ বিষয়ে ক্রিসেন্ট একাডেমীর সেক্রেটারি মোঃ এজাবুদ্দিন হক জানিয়েছেন আমাদের একাডেমি থেকে প্রতি বছর ভালো রেজাল্ট করে বিভিন্ন জায়গায় পড়াশোনা করার সুযোগ পেয়েছে এরকম অনেক নজির রয়েছে। এবছর দুইজন ছাত্র নিট পরীক্ষার মাধ্যমেই মেডিকেল লাইনে পড়ার সুযোগ পেলো। ছাত্রদের মনোবল বাড়িয়ে তুলবার জন্য কৃতি ছাত্র-ছাত্রীদের ও মেডিকেলের সুযোগ পাওয়া ছাত্রদের সম্বর্ধনা দেওয়া হলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *