আলিপুরদুয়ার :সরকারি আবাস যোজনা তালিকায় নাম নেই। মিলেনি কোনো সরকারি সহযোগিতা অবশেষে নিজের বেতনের টাকা দিয়ে পাকা বাড়ি নির্মাণ করে দিল বিজেপি বিধায়ক বিশাল লামা।
আলিপুরদুয়ার জেলার মেচপাড়া চা বাগানের বাসিন্দা বাগানের অস্থায়ী শ্রমিক রুণা বিশ্বকর্মা তার স্বামী গত হয়েছে অনেকদিন হয়েছে তারা ছোটো ছোটো দুটো সন্তান। তার আবাস যোজনায় নাম নেই এদিকে তার ঘরের অবস্থা খুব খারাপ ছিল বসবাসের যোগ্য ছিলনা। ভাঙ্গাচোড়া একটা ঘুমটিতে সে বসবাস করত। বহুবার বিভিন্ন জায়গায় আবেদন করেছে আবাস যোজনার বাড়ির জন্য কিন্ত তার আবাস যোজনায় নাম ওঠেনি। অবশেষে কালচিনি বিজেপি বিধায়ক বিশাল লামা নিজের বেতনের টাকা দিয়ে তাকে পাকা বাড়ি নির্মাণ করে দিয়েছে আজ সেই বাড়ির গৃহপ্রবেশ হয়। পাকা বাড়ি পেয়ে খুশি রুনু বিশ্বকর্মা।
কালচিনি বিজেপি বিধায়ক বিশাল লামা জানান এই এলাকায় অনেকের বাড়ি হাতি ক্ষতিগ্ৰস্থ করেছিল কয়েকমাস পূর্বে কিন্ত বনদফতর থেকে ক্ষতিগ্ৰস্থ দের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি আমরা নিজেদের থেকে সেই সমস্ত বাড়ি মেরামত করে দিয়েছিলাম তখন এলাকায় এসে দেখি রুনু বিশ্বকর্মা বাড়ি অবস্থা খুবই খারাপ মেরামত ও করা যাবেনা এতটা খারাপ এবং খোঁজ নিয়ে দেখি আবাস যোজনায় তার নাম নেই। তারপর সিদ্ধান্ত নেই নিজের অর্থে তার বাড়ি নির্মাণ করার দীর্ঘ দুই মাসে তার বাড়ি নির্মাণ হয়েছে।

