গঙ্গারামপুর,১৪ মার্চ : সোমবার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের দামোদরপুরে অবস্থিত সৎ ভাবনা সভাকক্ষে শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা,গঙ্গারামপুর ব্লক সমাজ কল্যাণ আধিকারিক বাসুদেব পাল,বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান মহেন্দ্র হেমরম,জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্য তথা পিএলভি আরিফুল ইসলাম প্রমুখ।এদিন সচেতনতা শিবিরে ক্ষুদে পড়ুয়াদের দ্বারা কবিতা,আবৃত্তি পাঠ হয়।

