নারীশক্তির হাতেই পূজিত হবেন মা দুর্গা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

নারীশক্তির হাতেই পূজিত হবেন মা দুর্গা

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের প্রত্যন্ত ঝারআলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে এবারের দুর্গাপুজো এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। প্রায় ৩০০ জন মহিলা একজোট হয়ে আয়োজন করছেন মহামায়া সার্বজনীন মহিলা পরিচালিত দুর্গাপূজা। এবারে ১৩ বছরে পদার্পণ করল এই আয়োজন। শুধু উৎসব নয়, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বিশেষত ‘লক্ষ্মীর ভাণ্ডার’ তুলে ধরা হচ্ছে এই পূজোর মূল থিমে।

শুরু থেকে আজ পর্যন্ত এই পূজোর যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন মহিলারাই। গ্রামের পঞ্চায়েত প্রধান সোনাবালা রায় নিজে হাতে সবকিছু দেখভাল করেন। বাজেট তৈরি, মণ্ডপসজ্জা, ভোগ রান্না, অতিথি আপ্যায়ন সবই সামলাচ্ছেন গ্রামের মহিলারা। পুরুষেরা পাশে থাকলেও নেতৃত্বে রয়েছেন নারীরাই। ফলে এ আয়োজন নারীশক্তির হাত ধরে এগিয়ে চলেছে।

প্রকৃতির রূপ যেন আরও বাড়িয়ে তুলেছে উৎসবের আবহ। মাঠ জুড়ে দুলছে কাশফুল, আকাশে তুলোর মতো সাদা মেঘ আর পুকুরে ভাসছে পদ্মফুল। এ যেন পুকুরের জলে আঁকা এক বিশাল আলপনা। সারা বাংলায় যখন থিম পুজো আর বৈচিত্র্যময় আয়োজন চলছে, তখন ধূপগুড়ির ঢেংকালি বাজার সংলগ্ন এই মহিলা পরিচালিত পূজা সমাজকে দিচ্ছে ভিন্ন বার্তা নারীরা চাইলে সমাজের দিশারী হতে পারেন। তবে আর পাঁচটি পুজো উদ্যোক্তাদের মত রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন তাদেরকে আর্থিক সহায়তা করছেন এই মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটিও আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রীর আর্থিক অনুদান যাতে তারাও পায়।
ভিস বাইট👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *