নাবালিকা খুন কাণ্ডে পুলিশি তদন্তে আশ্বাস নেই। তদন্তে গাফিলতি করছে পুলিশ। ২৯ তারিখ নিখোঁজ হয়েছিল নাবালিকা। তিন দিন সময় লেগে গেল পুলিশকে। তাও আবার অভিযুক্তকে পরিবারের সদস্যরাই পাকড়াও করে পুলিশকে তুলে দিয়েছে। একার পক্ষে অভিযুক্তের এই ঘটনা ঘটানো সম্ভব নয়। এই ঘটনা ঘটার সময় মুখ্যমন্ত্রী মালদাতেই ছিলেন। অথচ তিনি একটি কথাও বললেন না এই বিষয়ে। ওই নাবালিকার সাথে যৌন নির্যাতন করা হয়েছে কিনা সেই বিষয়েও পুলিশ স্পষ্ট করে এখনো কোনো রিপোর্ট বলতে পারছে না। পরিকল্পনা করেই খুন করা হয়েছিল ওই নাবালিকাকে। নাবালিকাকে যে চাকু দিয়ে খুন করা হয়েছে, সেই চাকু এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি। মালদাহ শহরে নাবালিকা খুন কাণ্ডে পরিবারের সাথে দেখা করে এমনটাই জানালেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য দিব্যা গুপ্তা।

