গঙ্গারামপুর ৩১শে মার্চ দক্ষিণ দিনাজপুর:ভালোবাসার সম্পর্ক করে কিশোরীর সাথে খারাপ কাজ তৈরি করে ওই কিশোরীর সঙ্গে আর কোন সম্পর্ক না রাখায় যুবকের বাড়ির সামনে ধর্নায় বসলো ওই কিশোরী বলে অভিযোগ উঠেছে।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায়।ওই কিশোরীর পরিবারের লোকজন অভিযোগ, ৯মাস ধরে যুবকের সাথে সম্পর্ক তৈরি হয় তাদের মেয়ের।ধর্নায় বসতেই মারধর করা হয়েছে যুবকের পরিবারের তরফে। পুলিশের তরফে তাকে মারধর করা হয় বলে অভিযোগ তাদের।যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে ওই যুবকদের পরিবারের তরফে। যদিও পুলিশ ৬জনকে আটক করে ওই কিশোরীকে মারধর করার কথা অস্বীকার করে ঘটনার শুরু শুরু করেছে। গঙ্গারামপুর থানার ফুলবাড়ী এলাকার বাসিন্দা ওই কিশোরীর পরিবারের লোকজন অভিযোগ, ভাই ৯ মাস আগে এলাকারই এক যুবকের সঙ্গে ওই কিশোরীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিশোরীর পরিবারের লোকজনদের অভিযোগ, মাঝেমধ্যেই ওই যুবক ওই কিশোরীর বাড়িতে যেত এবং খারাপ কাজ করত সে। বেশ কয়েকবার তাকে ধরেও ফেলেছিল পরিবারের লোকজন বলে দাবি তাদের। কিশোরীকে বিয়ে করবে বলে যুবক কথা দিলে সেই সময় তাকে ছেড়েও দেওয়া হয় বলে খবর। প্রায় ৯ মাস ধরে ওই কিশোরীর সঙ্গে ফুলবাড়ী এলাকার যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি তাদের। কিশোরীর অভিযোগ, বহু দিন ধরে ওই যুবক তার সঙ্গে আর কোন সম্পর্ক রাখতে চাইছে না।তাই কোন উপায় না দেখে শুক্রবার দুপুরে কিশোরী ওই যুবকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধরনায় বসেন। অভিযোগ ওঠে এরপরেই পরিবারের লোকজন ওই কিশোরীকে ব্যাপক মারধর করে। এমনকি পুলিশকে খবর গেলে ও পুলিশ ও ওই কিশোরীকে মারধর করে সেখান থেকে ওই কিশোরীকে তুলে দেয় বলে পরিবারের লোকজনদের অভিযোগ। কিশোরীর এক আত্মীয় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ৯মাস আগে বাড়ির মেয়ের সাথে সম্পর্ক তৈরি হয় ওই যুবকের। মাঝেমধ্যে বাড়িতে এসে খারাপ কাজও করত সে। বিয়ের দাবিতে সে ধরনায় বসতেই কিশোরীকে মারধর করা হয়। এমনকি পুলিশ এসেও খারাপ ব্যবহার করে তাদের সঙ্গে। এদিন ওই কিশোরীকে যুবকের পরিবারের তরফে মারধর দেবার পরে যা অবস্থা দেখা গেল তাতে উঠে দাঁড়াতে পারছে না সে বলে অভিযোগ উঠেছে। ঘটনার বিষয়ে এদিন অভিযুক্ত যুবকের বাড়িতে গেলে তার সঙ্গে দেখা পাওয়া যায়নি । অভিযুক্ত যুবকের বৌদি তার দেওরের বিরুদ্ধে ওঠাও কিছু অভিযোগ অস্বীকার করে বলেন ,আজকের দিনে ফোনে কথা বললেই যদি খারাপ কাজ করা হয় তাহলে তো ভীষণ মুশকিলের ব্যাপার। যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয়। গঙ্গারামপুর থানা থেকে পুলিশ বাহিনী গিয়ে ওই কিশোরীকে যুবকের বাড়ি থেকে সরাতে গেলে কার্যত পুলিশ প্রশাসনের সঙ্গে গোলমাল শুরু হয়ে যায়। পুলিশ তখন এলাকার ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, ৬জনকে আটক করা হয়েছে, লিখিত অভিযোগ পেলে অবশ্যই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনা রীতিমতো শোরগোল পড়েছে গঙ্গারামপুরে ফুলবাড়ি সহ জেলাজুড়ে।

