নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। আইনজীবী সুপর্ণা গাঙ্গুলি জানান, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর ১২ বছরের একটি মেয়ে ভাইবোনদের সঙ্গে মাঠে গিয়েছিল। তারপর থেকে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। সেই ঘটনায় চাঁচল থানায় মিসিং ডায়ারি করা হয়। পরদিন জানা যায়, হরিশ্চন্দ্রপুরে একটি কলা বাগানে একটি মৃতদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরিবারের লোকজন সেই মৃতদেহ শনাক্ত করে সেদিনই আবার হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় বিভাজন আচার্য নামে একজনকে শনাক্ত করে মামলা শুরু হয়। অবশেষে ১৮ জনের সাক্ষীর ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এডিজে দ্বিতীয় কোর্টের বিচারক রাজীব সাহা দোষীর যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ের আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

