শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের নাগপাড়া থেকে সুরাহার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পাকা ঢালাই রাস্তার উদ্বোধন করেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।
এদিন ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে এই রাস্তার উদ্বোধন করা হয়। প্রায় ১ কোটি ১২ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত হবে এই গুরুত্বপূর্ণ সড়কটি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এদিন এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল নেতা শারদুল মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, এবং তৃণমূল নেতা মনোজিৎ দাস।
স্থানীয় বাসিন্দাদের আশা, এই নতুন রাস্তা তৈরি হলে নাগপাড়া ও সুরাহার এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে এবং গ্রামীণ অর্থনীতির গতি আরও ত্বরান্বিত হবে।

