নাকা চেকিং চালানোর সময় গঙ্গারামপুর থানার ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ১০০বোতল কাপ সিরাপ সহ ২০০টি ইনজেকশন সহ গোটাহারমোড় এলাকার দুই মহিলাকে গ্রেফতার করলো ফুলবাড়ী হাইওয়ে ট্রফিক ওসি

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ বিদেশ বিনোদন রবিবার রাজ্য

গঙ্গারামপুর ১৫ মার্চ দক্ষিণ দিনাজপুর।নিষিদ্ধ ১০০বোতল কাফ সিরাপ ২০০টি ইনজেকশন সহ দুই মহিলাকে গ্রেফতার করলো পুলিশ।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা নেতৃত্বে উদ্ধার করে। অভিযুক্তদের বাড়ি গঙ্গারামপুর থানার গোটাহারে।দুমাস ধরে এই মহিলারা এমন কাজ করছে বলে খবর। হিলি তিওড দিয়ে বাংলাদেশের পাচারের চেষ্টা তাদেরপরে পুলিশ তাদের গঙ্গারামপুর থানা হাতে তুলে দেয়। গঙ্গারামপুর ফুলবাড়ি হাইওয়ে ট্রফিক ওসি প্রদীপ দাস না কাছে কি চালানোর সময় একটি বাসে মঞ্জু সাহা ও বেনু মাহাতো নামে গঙ্গারামপুর থানার গোটাহারমোড় গ্রামের দুই গৃহবধূকে আটক করে । তাদের দুজনের কাছে একটি ব্যাগ ছিল।ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিক ওসি প্রদীপবাবু সেই ব্যাগ চেক করতে দুই মহিলার ব্যাগের মধ্যে থেকে ১০০বোতল নিষিদ্ধ কাপ সিরাপ ও ২০০টি নেশার ইঞ্জেকশন পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের পরে ওই দুই মহিলা গঙ্গারামপুর থানা গোটাহার মোড় এলাকার বাসিন্দা মঞ্জু সাহা ও বেনু মাহাতো স্বীকার করে যে, দুমাস ধরে তারা এমন কাজে নেমেছে। হিলির তিওড দিয়ে বাংলাদেশের পাচারের চেষ্টা করে। মঞ্জু সাহা ও বেনু মাহাতো গঙ্গারামপুর থানার গোটাহার এলাকার বাসিন্দাদের দুজনকে গঙ্গারামপুর থানার পুলিশের হাতে তুলে দেয়।তারা স্বীকার করে নেয় তারা দু মাস ধরে এমন কাজ করছে এবং বাংলাদেশে পাচার উদ্দেশ্যে এই জিনিসগুলো তারা জড় করেছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *