নব-নির্বাচিত অঞ্চলের চেয়ারম্যানের অনুগামীরা, চেয়ারম্যানকে বর্ণাঢ্য অভ্যর্থনা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ প্রথম পাতা বিনোদন রবিবার রাজ্য

মালদা;১১ফেব্রুয়ারী: নব-নির্বাচিত অঞ্চল চেয়ারম্যান কে ঘিরে ব্যাপক উন্মাদনা তৃণমূল কর্মী সমর্থকদের। উৎসবের মেজাজ পাশাপাশি দলীয় পতাকা দিয়ে সাজিয়ে তোলা হলো গোটা এলাকা। মাতোয়ারা এলাকাবাসীও। তাসার তালে, আতশবাজির রোশনায় পুষ্প বৃষ্টি করে বর্ণাঢ্য অভ্যর্থনা। সমগ্র এলাকা মিছিল করে দলীয় কার্য্যালয়ে সম্বর্ধনা অনুষ্ঠান। সাথে পুরোহিত কে দিয়ে গঙ্গা জল ছিটিয়ে এলাকা শুদ্ধি করণ করলেন অঞ্চল চেয়ারম্যানের অনুগামীরা। তাদের দাবি এতদিন বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম থেকে তৃণমূলে আসা নেতারা ব্যাপক হারে দুর্নীতি করেছে। শুক্রবার সন্ধ্যায় সেই শাপমোচন হল। তাই শুদ্ধিকরণ কর্মসূচি। সমগ্র ঘটনা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লকের অন্তর্গত তুলসীহাটা অঞ্চলের তৃণমূলের নতুন কমিটি ঘোষণা হয়েছে। নতুন কমিটিতে অঞ্চল চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তৃণমূল নেতা দিল রোজ। আর অঞ্চল চেয়ারম্যান হিসেবে দিল রোজের নাম ঘোষণা হতেই কার্যত উৎসবে মেতে উঠলেন তৃণমূল নেতা-কর্মীরা। সামিল এলাকার সাধারণ মানুষেরাও।দিলরোজ কে বাড়ি থেকে নিয়ে এসে মিছিল করে সমগ্র এলাকা পরিক্রমা করেন তৃণমূল নেতা-কর্মীরা। প্রিয় নেতার নামে উঠতে থাকে জয়ধ্বনি। তাসার তালে আতশ বাজির আওয়াজে জমজমাট হয়ে ওঠে সমগ্র এলাকা। তারপর তুলসীহাটার বড়োল বাজারে নব-নির্বাচিত অঞ্চল চেয়ারম্যান কে নিয়ে আসা হয়। সেই সময় পুরোহিত কে দিয়ে গঙ্গা জল ছিটিয়ে সমগ্র এলাকা শুদ্ধিকরণ করায় দিল রোজের অনুগামীরা। কারণ হিসেবে তারা বলে অন্যান্য দল থেকে তৃণমূলে আগত নেতা-নেত্রীরা ব্যাপক হারে দুর্নীতি করছিলেন। এলাকার মানুষ অতিষ্ট হয়ে গেছিল। যোগ্য লোক দায়িত্ব পাওয়াই মানুষ তাই খুশি। দলীয় কার্যালয়ে তাকে সম্বর্ধনা জানানোর আগে তাই শুদ্ধিকরণ করা হলো। তারপর দলীয় কার্যালয়ের মধ্যে দিলরোজকে সম্বর্ধনা জানান সকল নেতা-কর্মীরা। তারা বলেন এটাই অভিষেক ব্যানার্জির নতুন তৃণমূল। সমগ্র ঘটনা সামনে আসতেই তৃণমূলকে খোঁচা বিজেপির। বিজেপির দাবি তৃণমূল যে দুর্নীতিবাজ তা তৃণমূলরাই বলছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *