নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ষাটোর্ধ বৃদ্ধর। চাঞ্চল্য বালুরঘাটের কংগ্রেস ঘাট এলাকায়

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ২৬ জুন —–— নদীতে সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধর। বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের কংগ্রেস ঘাট এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম অশোক রায় (৬২)। বাড়ি শহরের সাহেব কাছাড়ি এলাকায় হলেও কর্মসূত্রে তিনি কলকাতাতেই থাকতেন। মঙ্গলবার সেখান থেকেই শহরের সাহেব কাছারি এলাকার বাড়িতে বেড়াতে এসেছিলেন ওই বৃদ্ধ ও তার পরিবারের লোকেরা। যেখান থেকে সামান্য দূরে থাকা আত্রেয়ী নদীতে স্নান করতে গিয়েই ঘটে বিপত্তি। দীর্ঘ সময় পরেও স্নান সেরে বাড়ি না ফেরায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকেরা। এরপর নদীর পাড়ে ছুটে আসতেই তারা জানতে পারেন সাঁতার কাটতে গিয়ে আচমকা জলে ডুবে গিয়েছেন তিনি। ঘটনার খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকেও। পুলিশ এসে পরিস্থিতি খতিয়ে দেখলেও ওই বৃদ্ধর দেহ এখনো পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়নি। এদিকে এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন মৃত ওই বৃদ্ধর পরিবারের লোকেরা।

উজ্জ্বল সাহা নামে এক প্রত্যক্ষদর্শী ও এক পরিবারের সদস্য জানান, সাতার জানতো বলেই নদীতে স্নান করতে নেমেছিল সে। যখনই তলিয়ে যায় সে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *