নতুন প্রজন্মকে উৎসাহ জোগানোর জন্য ফ্যাশান আইকন নামে একটি সংস্থার তরফে গঙ্গারামপুরের বড়বাজার মাড়োয়ারি উৎসব ভবনে ফ্যাশনশো এর উপরে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো, সেখানে প্রায় একশোর উপর প্রতিযোগী অংশগ্রহণ করেছিল, উদ্যোক্তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ১০ জুন দক্ষিণ দিনাজপুর:—– নতুন প্রজন্মকে উৎসাহ জাগানোর জন্য আগামী ১৮জুন শহরে অনুষ্ঠিত হতে চলেছে ফ্যাশন ও ব্রাইডেল শো। সেই অনুষ্ঠানে প্রতিযোগিতায় যেন ভালোমতো প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারে তার জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু হলো একটি সংস্থার তরফে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের বড়বাজার মাড়োয়ারি উৎসব ভবনে শনিবার বিকেলে ফ্যাশনশো এর উপরে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো , যার উদ্যোক্তা ছিলেন ফ্যাশন আইকনের অন্যতম কর্ণধর মাম্পি গোস্বামী ও শ্যাম দাস নামে গঙ্গারামপুর শহরের দুই যুবক যুবতী।শহরের প্রায় শতাধিক যুবক-যুবতীর পাশাপাশি কিশোর কিশোরীরা ফ্যাশনশোতে অংশগ্রহণ করার আগে এদিন প্রশিক্ষন নেন।এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ফ্যাশন আইকন গঙ্গারামপুর সংস্থা সূত্রে জানা গিয়েছে যে, আগামী ১৮ই জুন গঙ্গারামপুর শহরে অনুষ্ঠিত হতে চলেছে ফ্যাশন শো ও ব্রাইডাল শো । শুধু ফ্যাশন শো এর সঙ্গেই মহিলা পুরুষদের পাশাপাশি মেকআপ আর্টিস্ট ,ফটোগ্রাফারের মত বিভিন্ন বিষয়েও প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে ফ্যাশন আইকন গঙ্গারামপুর নামে এই সংস্থাটি।ফ্যাশনশো এন্ড ব্রাইডেলশো মধ্য দিয়ে বর্তমান সমাজকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা নিয়েছেন গঙ্গারামপুরের যুবতী মাম্পি গোস্বামী ও যুবক শ্যাম দাস তাদের উদ্যোগকে অনেকে সাধুবাদ জানিয়েছেন। তারা চাইছেন সমাজের যে সমস্ত মহিলা থেকে পুরুষ, কিশোর কিশোরীরা পিছিয়ে পড়ে রয়েছে তাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তাদের এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কারণেই আগামী ১৮ই জুন গঙ্গারামপুর শহরেই এই সংস্থার তরফে প্রতিযোগিতামূলক ফ্যাশান শো ও ব্রাইডেল শো আয়োজন করেছে। ফ্যাশান আইকন গঙ্গারামপুরে সংস্থার অন্যতম কর্ণধর মাম্পি গোস্বামী এদিন জানালেন, আমরা চাইছি বিভিন্নভাবে যারা পিছিয়ে পড়ে আছে সমাজ থেকে তাদেরকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে। শুধু ফ্যাশন শো নয় এর পাশাপাশি মেকাব আর্টিস্ট ,ফটোগ্রাফার মতো বিভিন্ন বিষয়গুলোতেও আমরা গুরুত্বসহকারে প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের রেজিস্ট্রেশনের শুরু হয়ে গেছে।যারা আমাদের সংস্থার সঙ্গে যুক্ত হতে চান তারা 7908877808 নম্বরে ফোন করতে পারেন।যারা ১৮তারিখের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন তারা যোগাযোগ করতে পারেন। এদিন গঙ্গারামপুরে মাড়োয়ারী উৎসব ভবনে গিয়ে দেখা গেল, ফ্যাশান আইকন গঙ্গারামপুরের সংস্থার তরফে যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে তাতে যুবক-যুবতীদের পাশাপাশি কিশোর কিশোরীরাও এমন প্রশিক্ষনে অংশগ্রহণ করেছে। আগামী দিনে যে এই সংস্থা ফ্যাশন শো ও ব্রাইডেলশো থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে প্রতিযোগীদের ভালো জায়গায় পৌঁছে দিবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *