মানিকচক: পুষ্টিকর ও সুষম খাবারের মধ্যে পড়ে ডিম।সেই ডিম যদি নকল বা প্লাস্টিকের হয় তাহলে তো আতঙ্ক হবেই বলা যেতে পারে। এমন এক দৃশ্য দেখা গেল মালদার মানিকচকের এনায়েতপুর এলাকায় । জানা গেছে টিফিন করার উদ্দেশ্যে বেশ কয়েকটি ডিম আনা হয়েছিল আজমির দোকানদার এর কাছ থেকে। ডিম সেদ্ধ করা হলো। সিদ্ধ করার পর ডিম খেতে গিয়ে চোখ কপালে উঠলো বিশিষ্ঠ শিক্ষক সুনন্দ মজুমদারের।দেখেন ডিমের মধ্যে যে কুসুম থেকে তা দেখতে একেবারে পিচের মতো কালো বলে দাবি শিক্ষক সুনন্দ মজুমদারের। তিনি আরো বলেন আমার মনে হয় ডিম নকল। আমি যদি ভুলবশত খেয়ে নিতাম তাহলে কি হতো?তিনি প্রশাসনের কাছে যাচাইয়ের অনুরোধ করেছেন।পাশাপাশি শিক্ষিকা সুপর্ণা মানিক বলেন ডিম পুষ্টি কর খাবার আর তাতেই যদি এমনই হয় তাহলে ও সমস্যার বেপার।ডিম ভেঙে দেখা যাচ্ছে ভেতরে কালো রঙের কি যেনো আছে।এই ডিম শিশু থেকে শুরু করে গর্ভবতী মা রা ও খায়।প্রশাসনের কাছে অনুরোধ করবো যাতে এমন ডিম বাজারে আর বিক্রি না হয়।পাশাপাশি দোকানদার আজমির বলেন আমি তো ডিম কিনে এনেছি মিল্কী থেকে।কোনো দিন এরকম হয়নি।কি ভাবে হলো বুঝতে পারছি না।

