চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের সিংফড়কার ৩৭/১৬২ নম্বর বুথে। অভিযোগ ওই বুথেই দেদার ছাপ্পা ভোট দেবার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে ব্যালট বক্সে জল ঢেলে দেয় ক্ষুব্ধ জনতা। তৃণমূলের অভিযোগ জল ঢালেন স্থানীয় বিজেপির বুথ সভাপতি অন্তু রায়৷ এরপরই তৃণমূলের দুষ্কতিরা ওই বিজেপির বুথ সভাপতিকে মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয় প্রাণনাশের হুমকি দেয় তারা বলে অভিযোগ। যে খবর পেয়ে ঘটনাস্থল ছুটে আসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ স্থানীয় জেলা পরিষদের প্রার্থী প্রদীপ সরকার। বুথ সভাপতির সঙ্গে দেখা করবার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার।

