দুর্ঘটনার পাঁচ দিন কেটে গেলেও এখনো অধরা অভিযুক্ত গাড়ি চালক তথা তৃনমূল নেতা‌

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদাঃ-দুর্ঘটনার পাঁচ দিন কেটে গেলেও এখনো অধরা অভিযুক্ত গাড়ি চালক তথা তৃনমূল নেতা‌পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে নিহত পরিবারে লোকেরা প্রশ্ন তুলেন অভিযুক্ত গাড়িচালক তৃণমূল নেতা বলেই কি এখনো পুলিশের হাতে অধরা নাকি পুলিশ ইচ্ছাকৃতভাবে ওই নেতাকে গ্রেফতার করছে না।হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি নিহত পরিবারের।

পরিবার সূত্রে জানা গেছে,হরিশ্চন্দ্রপুর থানার বরুই গ্রাম পঞ্চায়েতের বিষন পুর গ্রামের বাসিন্দা শাহ আলম গত ৮ মার্চ রাত সাড়ে সাতটা নাগাদ শ্বশুর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রাম থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন।কুশিদাগামী রাজ্য সড়কে খোসালপুর ব্রিজের নিকটে এক মারুতি গাড়ি বেপরোয়া গতিতে ছুটে এসে ওই বাইকটির পেছনে ধাক্কা মারে।বাইক চালক মিলন আক্তার ও বাইক আরোহী শাহ আলম প্রায় ১০ হাত দূরে ছিটকে পড়ে।স্থানীয়রা ছুটে এসে আহত দুইজনকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।শাহ আলমের বেগতিক অবস্থা দেখে ডাক্তারবাবুরা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন।ঘন্টা তিনেক পরে শাহ আলম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পরিবারের অভিযোগ,অভিযুক্ত গাড়ি চালক বিক্রম রায় শাসক দলের ছত্র ছায়ায় রয়েছে বলে পুলিশ তাকে গ্রেফতার করছে না। পুলিশ শুধু তাদেরকে গ্রেফতারের আশ্বাস দিচ্ছেন কিন্তু কাজের কাজ কিছুই করছেন না।স্থানীয়দের অভিযোগ গাড়িচালক বিক্রম রায় সেদিন মদ পান করে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলেই এই দুর্ঘটনায় একজনের প্রাণ গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *