গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর:- শহরের দূর্গা পূজা মন্ডপ গুলি পরিদর্শনে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজোর আনন্দ উপভোগ করতে পারেন, যানজট মুক্ত ভাবে মন্ডপে মন্ডপে প্রতিমা দর্শন করতে পারে, তা নিশ্চিত করতেই এদিন গঙ্গারামপুর শহরের পুজো গাইড ম্যাপ প্রকাশ করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। এদিন গঙ্গারামপুর পুলিশ স্টেশনে একটি কর্মসূচির মধ্য দিয়ে পূজোর গাইড ম্যাপ প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার। এছাড়াও হাজির ছিলেন মহাকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, ট্রাফিক ডিএসপি বিল্লমঙ্গল সাহা, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র, ট্রপিক ওসি রজত প্রধান সহ অন্যান্য পুলিশ কর্তারা।
পুজোর সময় দর্শনার্থীদের সুবিধার্থে শহরের কোন কোন রাস্তা ওয়ান ওয়ে করা হবে, কোন রাস্তায় যানবাহন চলাচল করবে এবং কোন কোন রাস্তায় পুজোর সময় যানবাহন বন্ধ বা নিয়ন্ত্রণ করা হবে তার একটি পরিকল্পনা তৈরি করতেই পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হয়।

