দুয়ারে সরকার ক্যাম্প বসে গ্রামের সাধারণ মানুষজনকে আবেদনপত্র পুরণ করলেন বিডিও ,মানুষজনের জন্য সরকার,আর আমরা সকলের জন্য পরিষেবা পৌঁছে দেবার জন্য কাজ করছি।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 গঙ্গারামপুর ১সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর : দুয়ারে সরকার ক্যাম্প বসে গ্রামের সাধারণ মানুষজনকে আবেদন পত্র পুরণ করে দিলেন তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ, বিডিও ক্যাম্পে বসে বিভিন্ন।নতুন করে মানুষের যা দাবি ছিল বয়স্ক ভাতা,সেই প্রকল্পে কাজ শুরু করা হয়েছে প্রকল্পের আবেদন পত্র পুরণ করে দেওয়ায় খুশি ক্যাম্পে আসা সাধারণ মানুষজন।বিডিও বলেন,মানুষজনের জন্য সরকার,আর আমরা সকলের জন্য পরিষেবা পৌঁছে দেবার জন্য কাজ করছি।
রাজ্য জুড়ে সমপ্ত দফায় দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে। রাজ্যের অন্যান্য ব্লকের সঙ্গে সঙ্গে তপন ব্লকের শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প।এদিন তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের চকবলিরাম জুনিযার হাইস্কুলে দুয়ারের ক্যাম্প অনুষ্ঠিত। সরকারি প্রকল্প গুলির পরিষেবা পেতে সকাল থেকে প্রচুর মানুষের ভিড় জমে। কিন্ত ক্যাম্পে আসা অনেক সাধারণ মানুষজন আবেদন পত্র পুরণ করতে পারছিলেন না। বিষয়টি তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষের নজরে আসে। এরপরে তিনি সকলের মাঝে বসে ব্রেঞ্চে বসে আবেদন পত্র গুলি লিখে দিতে শুরু করেন। এমন কি যাবতীয় নথি আবেদন পত্রের সঙ্গে সেটে দেন। বিডিওর এমন কাজে খুশি গ্রামগঞ্জের মানুষজন। এদিন দুয়ারের সরকার ক্যাম্প গিয়ে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলে যাবতীয় বিষয়ে খোঁজ খবর নেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা।
তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ বলেন,বলেন,মানুষজনের জন্য সরকার,আর আমরা সকলের জন্য পরিষেবা পৌঁছে দেবার জন্য কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *