দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাড়িয়ে খোঁজ খবর নিলেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিনোদন রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ৬ এপ্রিল দক্ষিণ দিনাজপুর:গ্রামের মানুষজন ঠিকঠাক আবেদন করতে পারছেন কী না।কোথায় কোন বিষয়ে অসুবিধা হচ্ছে কী না।সেই সঙ্গে সাধারণ মানুষজনের সঙ্গে কথাও বললেন। জেলাশাসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
রাজ্য অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার ৮টি ব্লকেই জোড় কদমে চলছে ষষ্ঠ দফায় চলছে দুয়ারের সরকার ক্যাম্প।বৃহস্পতিবার গঙ্গারামপুর ব্লকের সীমান্তবর্তী এলাকা বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের আবেশকুড়ি হাই মাদ্রাসার মাঠে বসেছিল দুয়ারে সরকার ক্যাম্প। গ্রামের সাধারণ মানুষজন যাতে খুব সহজে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পায়। সেদিকে নজর দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছে।সেখানে লক্ষ্মীর ভান্ডার,কন্যাশ্রী,রুপশ্রী,স্বাস্থ্য,জমি সংক্রান্ত,বিদ্যুৎ বিল ও কৃষি সংক্রান্ত বিষয় সহ ৩৩ টি প্রকল্পের আবেদন করতে সকাল থেকে এলাকার মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে ভিড় জমান। বেলা বাড়তে প্রতিটি প্রকল্পের আবেদনের লাইনে ভিড় পড়ে যায়। সেসময় আবেশ কুড়ি হাই মাদ্রাসার মাঠের। দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে আসেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। এরপরেই তিনি দুয়ারে সরকার ক্যাম্পে আসা গ্রামের মানুষজনের সঙ্গে মিশে গিয়ে লাইনে দাড়িয়ে পড়েন। লাইনে দাড়িয়ে গ্রামের মানুষজনের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজ নেন। কিন্তু কিছুক্ষণ পর লাইনে দাড়ানো মানুষজনের ভুল ভাঙে।
জেলা শাসক বিজিন কৃষ্ণা বলেন,আজকে গঙ্গারামপুর ব্লকের আবেশ কুড়ি হাই মাদ্রাসার মাঠে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে।৩৩ টি প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে এলাকার মানুষজন এসেছে। প্রতিটি প্রকল্পের জন্য লাইনে ভিড় হয়েছে। আবার ১৮ তারিখে এখানে ক্যাম্প হবে। এদিন জেলা শাসক বিজিন কৃষ্ণার সঙ্গে হাজির ছিলেন অতিরিক্ত জেলা শাসক আবুল কালাম আজাদ,গঙ্গারামপুর মহকুমা শাসক পি প্রমথ,গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *