দুটি বিধানসভা থেকেই আমরা পাই ৮০হাজার ভোটে বেশি ভোটে এগিয়ে রয়েছি, কুশমন্ডিতে প্রচারে গিয়ে দলবদল সহ মিছিল ও ভোট প্রচার করে এমনি দাবি বিপ্লবের,আমরা নিজেরা নিজেদের না হারাতে চাইলে এই আসনটি আমরাই জয়লাভ করবোই ,দাবি তৃণমূল প্রার্থীর- গঙ্গারামপুরের মহারাজপুরেও করা হল বিশাল পথসভাও শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৩০শে মার্চ দক্ষিণ দিনাজপুর।তৃণমূল কংগ্রেস দুটি বিধানসভা এলাকা থেকেই পায় ৮০হাজার বেশি ভোটে এগিয়ে রয়েছে।আমরা যদি নিজেরা নিজেদেরকে না হারায় তাহলে এই লোকসভা আসনটি বিপুল ভোটে জয়লাভ করে মমতা ব্যানার্জির হাতকে আরো শক্তিশালী করব ও আরো উন্নয়নে ভরে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান প্রার্থী বিপ্লব মিত্র কুশমন্ডি বিধানসভা এলাকায় প্রচার করতে গিয়ে এমনি মন্তব্য করেন।কুশমন্ডির দেউল গ্রাম পঞ্চায়েতের মহিষবাথান এলাকায় ৫০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে বলে তৃণমূলের দাবি।এর পাশাপাশি দেউল গ্রাম পঞ্চায়েতের সুবর্ণপুর নোয়াপাড়ায় রাস্তায় ঘুরে ঘুরে ভোট প্রচার করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র।পরে গঙ্গারামপুর ব্লকের মহারাজপুরে একটি কর্মী সভাতে যোগদান করেন তৃণমূলের বর্ষিয়ান জেলার ভূমিপুত্র তৃণমূলের প্রার্থী। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের বর্ষিয়ান জেলার ভূমিপুত্র নেতা তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র এবার ৬নম্বর বালুরঘাট লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন।গতকাল শুক্রবার দিনভর তার নিজের বিধানসভা কেন্দ্র বুনিয়াদপুর ও হরিরামপুরে চোষে বেরিয়ে ভোট প্রচার করেছেন বিজেপি প্রার্থী সুকান্তকে পিছনে ফেলে দিয়ে।শনিবার সকাল থেকেই তিনি কুশমন্ডি বিধানসভা এলাকার দেওল অঞ্চলের মহিষবাথান এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় যোগদান করেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।সেখানে এক চায়ের আড্ডাতেও তিনি এলাকার মানুষ জনের সঙ্গে কথাবার্তা বলেন এবং জানতে চান তারা সরকারি সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছে কিনা।উত্তর আসে হ্যাঁ পেয়েছি, লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের দাবি, মহেশবাথান এলাকাবাসীরা বলেন, ভূমিপুত্রকেই কুশমন্ডির বাসিন্দারা এবার আশীর্বাদ করবেন। সেখানেই হয় ৫০টি পরিবার বিজেপি থেকে বিপ্লব মিত্রের হাত ধরে বিজেপির পদ্মফুল ছেড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘাসফুলে যোগদান করেন বলে তৃণমূলের দাবি।এরপরেই তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র কুশমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতের সুবর্ণপুর নোয়াপাড়া এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করেন। কুশমন্ডির মানুষজনও তাকে দূর থেকে হাত নেড়ে অভিনন্দন জানান। এবিষয়ে রাজ্যের মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান প্রার্থী ভূমিপুত্র বিপ্লব মিত্র জানিয়েছেন, কয়েকটা বিধানসভা এলাকা থেকে আমরা পাই ৮০হাজারের উপরে ভোটে এগিয়ে রয়েছি।যদি নিজেরাই নিজেদেরকে এই আসনে না হারাই তাহলে বালুরঘাট লোকসভা আসনটি জয়লাভ করা শুধু সময়ের অপেক্ষা মাত্র।মমতা ব্যানার্জির হাতে আসনটি তুলে দিলে তিনি আরো উন্নয়ন করবেন বলে বিপ্লব মিত্র দাবি করেন। বিপ্লব মিত্রের সঙ্গে কুশমন্ডিতে প্রচারে অংশগ্রহণ করেন কুশমন্ডির বিধায়িকা রেখা রায়,জেলা পরিষদের সহকারী সভাধিপতি,সহ একাধিক তৃণমূলের নেতাকর্মীরা। কুশমন্ডিতে দলীয় কর্মসূচি শেষ করে গঙ্গারামপুরের মহারাজপুর বাজারে এক পথসভায় যোগদান করেন তৃণমূল কংগ্রেসের বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র।সেখানে রাজ্য সরকার যে সমস্ত উন্নয়ন করেছে তার খতিয়ান তিনি তুলে ধরেন। সেখানে বিপ্লব মিত্র ছাড়াও প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার,গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রঞ্জন প্রামাণিক সহ একাধিক অঞ্চল ও ব্লকের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এবিষয়ে তৃণমূলের বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র জানিয়েছেন,মানুষজন উন্নয়ন বুঝে তাই তারা মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন।সকলে একত্রিতভাবে ভোটে অংশগ্রহণ করলে দলীয় প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। বিপ্লব মিত্রের এদিনের এই কুশমন্ডি ও গঙ্গারামপুরের মহারাজপুরে নির্বাচনী সভা গুলোতে মানুষজনের ভিড় হয়েছিল ব্যাপক।

