দীর্ঘ ৪ কিলো মিটার রাস্তার বেহাল দশা, রাস্তায় খানাখন্দে ভরা, যার ফলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষজনকে

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

হরিরামপুর: ———–— ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর কালো মাটি গ্রামের ঘটনা, গ্রামবাসীদের অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর মোর থেকে কালো মাটি পর্যন্ত রাস্তা প্রায় ৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা রাস্তার মাঝে বড়ো বড়ো গর্ত যারফলে চলাচলের চরম সমস্যার মধ্যে পড়তে হয় গ্রামবাসীদের । ওই রাস্তা ধরে এলাকার ৬ থেকে ৭টি গ্রামের প্রায় চার থেকে পাঁচ হাজার পরিবার যাতায়াত করে। এলাকায় রয়েছে একটি স্বাস্থ্য কেন্দ্র গ্রাম পঞ্চায়েত অফিস স্কুল ওই রাস্তা ধরেই ছাত্র-ছাত্রীদের যেতে হয় স্কুল কলেজ ওই রাস্তা ধরেই যেতে হয় কৃষকদের উৎপাদিত ফসল বিক্রি করতে বাজারে, কিন্তু রাস্তার পরিস্থিতিতে সমস্যা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ওই এলাকার মানুষজন দের। যা নিয়ে সরব হয়েছেন গ্রামবাসীরা, গ্রামবাসীদের দাবি দ্রুত তাদের রাস্তা সংস্কার করে সমস্যার সমাধান করুক প্রশাসন।

এ বিষয়ে চার গ্রামবাসী ভবেশ সরকার, আসিস রাই, আব্দুল খালেক, আবুল কালাম আজাদ আলিরা অভিযোগ করে জানিয়েছেন, এই সৈয়দপুর থেকে কালো মাটি পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় থাকায় প্রতিদিন আমাদের চলাচল করতে সমস্যার মধ্যে পড়তে হয়, রাস্তা খারাপ স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে অসুবিধা হয়, কোন রোগী অসুস্থ হলে অ্যাম্বুলেন্স নিয়ে ঢুকতে অসুবিধা হয়, আমরা চাই প্রশাসন রাস্তাটা পাকা করে আমাদের পাশে দাঁড়াক।

এ বিষয়ে সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোয়ারা বেগম জানিয়েছেন, সৈয়দপুর থেকে কালো মাটি এই বেহাল রাস্তার বিষয়টি আমার নজরে আছে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমস্যার সমাধান করব।

হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী জানিয়েছেন, আমার কাছে রাস্তার কোন লিখিত অভিযোগ আসেনি তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব আশা করি দ্রুত এই সমস্যা মিটে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *