দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান! ৮২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

, বালুরঘাট, ২৭ জুলাই ——– দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন কারা ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। ৮২ বছর বয়সী এই প্রবীণ নেতা দীর্ঘদিন ধরে ক্যানসার রোগে আক্রান্ত হয়েছিলেন। কলকাতার বাইপাস লাগোয়া একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন বহুদিন। কিন্তু ব্যয়ভার বহন করতে অক্ষম হয়ে পড়ায় পরিবারের আবেদনে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় ভর্তি হয়ে ছিলেন এসএসকেএম হাসপাতালে। শনিবার সকাল ৬ টা ৪০ মিনিট নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিশ্বনাথবাবু ছিলেন অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার বাম-গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা নেতৃত্ব এবং আর এস পি কেন্দ্রীয় কমিটির সদস্য। এদিন প্রাক্তন রাজ্য সম্পাদকের এমন আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণ দিনাজপুর জেলার অগণিত মানুষ। রবিবার তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বালুরঘাটে আনা হবে পার্থিব দেহ। আরএসপির জেলা কার্যালয়ে মরদেহ রাখার বার্তাও দেওয়া হয়েছে সংগঠনের তরফে।

বালুরঘাটের বাসিন্দা বিশ্বনাথ চৌধুরীর ছাত্র জীবন থেকেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। বালুরঘাট কলেজে তিনবার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে জেলার বাম ও গণ আন্দোলনের নেতৃত্ব দেন। ১৯৭৭ সালে তিনি বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন। যেখান থেকে টানা ২০১১ সাল পর্যন্ত তিনি বালুরঘাটের বিধায়ক ছিলেন। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্তও বিধায়ক ছিলেন তিনি। ১৯৮৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দীর্ঘকাল তিনি বামফ্রন্টের মন্ত্রীসভার সদস্য ছিলেন। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি আর এস পি রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। শেষ জীবনে দীর্ঘদিন মারণ রোগ ক্যানসারের সাথে লড়াই করতে হয়েছে প্রাক্তন কারা মন্ত্রীকে। অবশেষে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *