মালদা, ১৪ জুন :——–– দীর্ঘ নয় মাস ধরে গ্রামবাসীদের চালানো আন্দোলনে অবশেষে তারা আজ ব্যর্থ। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রামবাসীদের সিদ্ধান্ত কোন রাজনৈতিক দল এবারে প্রার্থী দেবে না। এই আবহে বুধবার সকালে গ্রামে গ্রামে ঘুরে কার্যত বাসিন্দারা একত্রিত হয়ে ‘ভোট বয়কটের’ ডাক দিলেন। এই ছবি উঠে এলো মালদহের হবিবপুরে ব্লকের মঙ্গলপুরা পঞ্চায়েতের অধীনে তিনটি গ্রাম রাধাকান্তপুর, জগন্নাথপুর, রামকৃষ্ণপুরের। এদিন তারা মিছিল করে পুরো গ্রাম চত্বর জুড়ে পড়লো পোস্টার। তাদের একটাই দাবি দীর্ঘ দাবির বঞ্চনার শিকার তাঁরা বিভিন্ন মহলে দরবার করেও হয়নি কোন সুরাহা। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে তারা ভোটদান থেকে বিরত থাকবেন।
এ বিষয়ে বঞ্চিত বাসিন্দাদের একাংশের বক্তব্য, স্বাধীনতার ৭৫ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় পাকা রাস্তা এবং স্থায়ী দুটি পাকা সেতু নির্মাণ করা হয়নি বলে অভিযোগ। এই মর্মে বাসিন্দারা দীর্ঘ নয় মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু প্রশাসন এবং কোন জনপ্রতিনিধিরা তাদেরকে গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সমস্ত বঞ্চনার পর আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে রাধাকান্তপুর বুথের প্রায় ১৫০০ ভোটার ভোট দান থেকে বিরত থাকবেন। কারণ একটাই আগে উন্নয়ন পরে ভোট, এই দাবি নিয়ে তাদের তিনটি গ্রামের সর্বদলীয় ভাবে কেউই কোন রাজনৈতিক দলের হয়ে প্রার্থীর মনোনয়নপত্র জমা করবেন না। এমনকি বাসিন্দাদের অভিযোগ স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সাংসদ এবং পঞ্চায়েত সমিতি পর্যন্ত ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার কিন্তু আজ পর্যন্ত তাদের ছায়া টুকু এসে পড়েনি এই দুর্গম এলাকায়। কার্যত গোটা এলাকা জুড়ে ভোট বয়কটের ডাক পড়তেই শুরু হয়েছে শাসক বিরোধী শিবিরে রাজনৈতিক চাপানৌউত্তর।

