দীর্ঘদিন রোগ ভোগের পর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা গঙ্গারামপুর পৌরসভার অস্থায়ী কর্মী নবীন দাসের মৃত্যু হল, গঙ্গারামপুরের নারায়নপুর কলোনী শ্মশানে চোখের জলে বিদায় জানালেন সকলেই

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর 28 সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর————–—–দীর্ঘদিন রোগ ভোগের পর বাড়িতেই মৃত্যু হল জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা গঙ্গারামপুর পৌরসভার অস্থায়ী কর্মী নবীন দাসের।শুক্রবার বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের পি ডাবলুডি পাড়ার নিজের বাড়িতে মৃত্যু হয় তার।নবীন দাসের অন্তিম শয্যার বিদায়ে পৌরসভার কারীদের পাশাপাশি পুষ্প স্তবক সহকারে সম্মান জানানো হয় প্রিয়জনদের তরফে।জেলা তৃণমূলের মিডিয়া কনভেনর তথা গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের পাশাপাশি পুরসভার অস্থায়ী কর্মীদের তরফে গভীর শোক প্রকাশ করা হয় ।তার মৃতদেহ সৎকার্য করা হয় পুরসভায় ইন্দ্র নারায়নপুর কলোনি শ্মশানে। নবীন দাস বয়স ৩৭ বছর। তার বাড়ি গঙ্গারামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পিডাবলুডি পাড়া এলাকায়।জন্ম লগ্ন থেকেই ডানপন্থী ঘরের লোক হিসেবে পরিচিত। ছাত্র আন্দোলনে কংগ্রেস ও পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি হিসেবে তিনি মনোনীত হন।বিগত দিনগুলোতে যেমন তিনি দলীয় কর্মীদের পাশে থেকে বিভিন্ন ধরনের কাজকর্ম করে গিয়ে সকলের মন জয় করেছেন। ক্রিকেট খেলার নেশা ছিল তার বরাবরই।পরবর্তীকালে গঙ্গারামপুর পৌরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ শুরু করেন। পৌরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ করার পরেও তিনি বিভিন্ন সময়ে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে বহু দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছিলেন। দলীয় কর্মী সমর্থকরা বিপদে পড়লেই নবীন দাস তাদের পাশে গিয়ে দাঁড়াতেন। নবীন দাসের পরিবার সূত্রে খবর, নবীন দাস অবিবাহিত ছিলেন। পরিবারে মোট পাঁচজন দাদার মধ্যে দুজন আগেই প্রয়াত হয়েছেন।বৌদি,দুই ভাইপো ও ভাতিজাকে নিয়ে ছিল নবীন দাসের অভাবের সংসার। দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় কারণে ভুগছিলেন। শুক্রবার বেলা ১১ঃ৩০ মিনিট নাগাদ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যুব তৃণমূলের নেতা নবীন দাস। খবর পৌঁছায় পৌরসভায় ও স্থানীয় তৃণমূল নেতৃত্বদের কাছে। তার মৃতদেহ সেখান থেকে পৌরসভাতে নিয়ে আসা হলে তাকে শেষ শ্রদ্ধা জানান জেলা তৃণমূলের মিডিয়া কনভেনার তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, পৌরসভার এক্সিকিউটিভ ও ফিনান্স অফিসার, পৌরসভার অফিস ইনচার্জ শ্যামল দাস, অস্থায়ী কর্মী জগন্নাথ বসাক, উত্তম দাস, বিনোদ সরকার, সুদর্শন চক্রবর্তী, জয়ন্ত কুমার ঘোষ, সহ আরো অনেকেই। অবশেষে নবীন দাসের মৃতদেহ সৎকার্য করা হয় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইন্দ্র নারায়নপুর কলোনি শ্মশানে। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মিডিয়া কনভেনাস তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন,দলের সক্রিয় কর্মী ছিল নবীন, সেই সঙ্গে পৌরসভার অস্থায়ী কর্মী ছিল সে।তার বিদায় বেলায় শ্রদ্ধা জানানো হয়েছে। গঙ্গারামপুর পৌরসভার অস্থায়ী কর্মী জগন্নাথ বসাক জানিয়েছেন,খুব কাছের মানুষকে হারালাম। এই অভাব পুরন হবার নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *