কোচবিহার :- ———————দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ করে বিক্ষোভ এলাকা বাসির। কোচবিহার শহরের তিন নম্বর ওয়ার্ড গোরস্থান এলাকার ঘটনা । অভিযোগ তিন নম্বর ওয়ার্ড গোরস্থান এলাকার দীর্ঘদিন ধরে রাস্তায় বেহাল অবস্থা । রাস্তার মধ্যে বড় বড় গর্ত হওয়ার ফলে নিত্যদিনই দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের । স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে প্রশাসনিক মহলে জানানোর পরেও কোন রকম সুরাহা মিলছে না । যার ফলে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ শামিল হন এলাকার মানুষ । কোচবিহার শহর থেকে নিউ কোচবিহার রেল স্টেশনে যাওয়ার গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বেহাল অবস্থা থাকায় সাধারণ মানুষের অনেকটাই অসুবিধা সম্মুখীন হতে হয়। অবরোধের খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে কোচবিহার কোতওয়ালি থানার পুলিশ ও তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মায়া সাহা । পরবর্তী স্থানীয়রা ওয়ার্ড কাউন্সিলর কে ঘিরে ও বিক্ষোভ দেখায় স্থানীয়রা । প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর পুলিশের আস্বাসে অবরোধ তুলনায় এলাকার মানুষ ।

