দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের গঙ্গারামপুর মহকুমা আদালতে জামিনের জন্য হাজিরা দিতে এলেন বুনিয়াদপুরে। এছাড়াও দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বুনিয়াদপুরে পালিত হলো হলো চায় পে চর্চা অনুষ্ঠান।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

বুনিয়াদপুর :————

উল্লেখ্য ২০১৯ সালের রাজ্য সভাপতি জয়ী হবার পর বুনিয়াদপুরে একটি র‍্যালির আয়োজন করা হয়। প্রশাসন গোটা বুনিয়াদপুর শহর জুড়ে ১৪৪ ধারা জারি করেছিলেন। বিজেপির তরফ থেকে বুনিয়াদপুর শহর জুড়ে জোর করে র‍্যালি বের করা হয়। তারই পরিপ্রেক্ষিতে পুলিশ স্বতঃস্ফুর্ত মামলা করে সেই মামলার আজ হাজিরা দিতে হাজির হন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি মাহফুজা খাতুন ছাড়াও অন্যান্য কর্মীরা আজকে কোর্টে হাজিরা দেয় জামিনের জন্য। ১০০০ টাকা বেল্ড বন্ডে মহামান্য আদালত জামিন মঞ্জুর করেন।

এর পাশাপাশি বুনিয়াদপুর কোর্ট মোড় এলাকায় পালন করা হলো চায় পে চর্চা অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে সুর চালান তপনের আদিবাসী মহিলাদের দন্ডি বিতর্ক নিয়ে। সেই মহিলা তৃণমূল নেত্রীর কোঠোর তম শাস্তির দাবি জানিয়েছে এর পাশাপাশি তার ভাইস চেয়াম্যান এর পথও খারিজের দাবি জানিয়েছে। এছাড়াও জেলা জুড়ে আরো অন্যান্য কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন।

এদিনের এই অনুষ্ঠানে বুনিয়াদপুরে পুলিশের জোগ সাজেসে চলছে জমি মাফিয়াদের দৌরাত্ম, বুনিয়াদপুরে চায় পে চর্চায় এসে সুর চালালে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন বুনিয়াদপুর ধীরে ধীরে উন্নত হচ্ছে, তাই প্রতিনিয়ত বুনিয়াদপুর শহর জুড়ে বেড়ে চলেছে জমি দখলের কাজ। সেটা দিনে হোক বা রাতে যে কোন সময়ই চলছে জমি দখলের কাজ। এদিন তিনি আরো বলেন বংশীহারী থানা পুলিশের মদতেই চলছে দিনের আলোতে জমি দখলের কাজ, সঙ্গে রয়েছে তৃণমূল কর্মীরা। আমরা চাই দ্রুত এই জমি মাফিয়া দের গ্রেপ্তার করে গারদে ভরতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *