দিনে দুপুরে পঞ্চায়েত প্রধানকে গুলি করলো দুষ্কৃতকারীরা।এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার গোয়ালপুকুর ব্লকের পাঞ্জিপাড়া এলাকায়।গুলি বিদ্ধ হন গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ রাহীক।জানাজায় বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি করে পালিয়ে যায়।তরিঘড়ি পঞ্চায়েত প্রধানকে প্রথমে কিশনগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পড়ে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় গতাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় তৃণমূল সমর্থক কর্মীরা উত্তেজিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী।পাশাপাশি ঘটনাস্থলে আসে জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।জানাজায় প্রধান সাহেব মোহাম্মদ রাহীক প্রতিদিনের মতো পঞ্চায়েত থেকে বেরোনোর সময় দুজন দুষ্কৃতী বাইক করে এসে গুলি করে পালিয়ে যায়।ঘটনার পূর্নাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ। পড়ে পুলিশের হস্তক্ষেপে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

