দিনহাটার বাবু পাড়ায় বৃদ্ধার গলার সোনার মালা ছিনতাই দুষ্কৃতীর

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

দিনহাটার বাবু পাড়ায় বৃদ্ধার গলার সোনার মালা ছিনতাই দুষ্কৃতীর। দিনহাটার বাবু পাড়ায় জগদীশ চন্দ্র সরকার নামে এক ব্যক্তির বাড়িতে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে এক দুষ্কৃতী বাড়িতে ঢুকে জগদীশ বাবুর বৃদ্ধা স্ত্রীর গলার সোনার মালা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার শিকার বাড়ির বৃদ্ধা নিত্যদিনের মতো বাথরুমের দরজা খুলে কমোডে বসে প্রাতঃকর্ম সারছিলেন। সকালে টানা বৃষ্টির সুযোগ নিয়ে দুষ্কৃতীটি বাড়িতে প্রবেশ করে। বাথরুমের দরজা খোলা থাকায় সে সরাসরি ভিতরে ঢুকে মুখে কাপড় দিয়ে বৃদ্ধার গলার সোনার মালা টেনে ছিনিয়ে চম্পট দেয়। বৃদ্ধা চিৎকার করলেও বৃষ্টির শব্দের কারণে পরিবারের অন্য সদস্যরা তা শুনতে পাননি। কিছুক্ষণ পর বৃষ্টি কমলে তাঁর চিৎকার শুনে পরিবারের লোকজন এসে আতঙ্কিত বৃদ্ধার কাছ থেকে ঘটনার বিবরণ জানতে পারেন। ঘটনার পর পরিবারের সদস্যরা পুলিশ বা আত্মীয়দের ফোন করতে গিয়ে দেখেন, বাড়ির মোবাইল ফোন নেই। তখন বুঝতে পারেন দুষ্কৃতীটি প্রথমে ঘরের মোবাইল ফোন চুরি করে, পরে বৃদ্ধার গলার সোনার মালা নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় বাবু পাড়া ও আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় পরিবারের তরফে দিনহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *