শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পালন করা হয় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি জেলা ও ব্লক নেতৃত্বদের উপস্থিতিতে কর্মীদের নিয়ে এই কর্মসূচিটি করা হয়।যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি মৃণাল সরকার, কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়,গঙ্গারামপুর ব্লক সভাপতি সুশান্ত ভট্টাচার্য, জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু সরকার, অঞ্চল সভাপতি সহ আরো অনেকেই।
এদিন প্রথমে জাহাঙ্গিরপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর মাদ্রাসায় পৌঁছান সকলে সেখানে দোয়া করা পর কিছুটা সময় কাটানোর পর কেশবপুর শিব মন্দিরে পূজা দেন জেলা সভাপতি মৃণাল সরকার।এরপর জেলা সভাপতি সহ নেতা কর্মীরা জাহাঙ্গীরপুর উচ্চ বিদ্যালয়ের পৌছে বিদ্যালয়ের পরিকাঠামো খতিয়ে দেখেন, খতিয়ে দেখেন বিদ্যালয়ের মিড ডে মিলের পরিষেবাও।স্কুল পরিদর্শনের পর গ্রাম পঞ্চায়েতের পরিষেবা সাধারণ মানুষ ঠিক মত পাচ্ছেন কি না সেই বিষয়ে তদারকি করে জেলা সভাপতি মৃণাল সরকার।পাশাপাশি বিকালে সাকাহার বাজারে করা হয় পথসভা।যে সভায় বক্তব্য দিতে গিয়ে রাজ্যের উন্নয়ন ও কেন্দ্রের বচনার দাবি করে মৃণাল সহ বিধায়ীকা।পথসভা শেষে গ্রামের কিছু মানুষ সিপিআইএম থেকে তৃণমূলে যোগদান করেন।

