দিদির মতোই আরেক রত্ন বোনও। এমনই দুই বোনের সাফল্যে খুশি মালদা জেলাবাসী

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

দিদির মতোই আরেক রত্ন বোনও। এমনই দুই বোনের সাফল্যে খুশি মালদা জেলাবাসী । দিদি সুমাইতা লাইসা সর্বভারতীয় মেডিক্যাল নিট পরীক্ষায় ভাল ফল করে কলকাতা মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ছেন। এবার বোন রুমাইশা মারিয়া সর্বভারতীয় নিট পরীক্ষায় সফল হয়ে নজর কেড়েছেন। সর্বভারতীয় মেধা তালিকায় ১০৬৪ র‌্যাঙ্ক করেছে সে। নিট পরীক্ষায় মোট ৭২০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৬৮০। ইংলিশবাজার শহরের বিবেকানন্দপল্লীতে তাঁদের বাড়ি। গ্রামের বাড়ি গাজোলে । বাবা তৌহিদুল ইসলাম ২ মেয়ের পড়াশোনার জন্য পরিবার-‌সহ শহরে চলে আসেন ২০০৮ সালে। বাবা জেলার নামকরা হোমিওপ্যাথিক চিকিৎসক। মা কোহিনূর খাতুন গৃহবধূ। রুমাইশা বাড়ির ছোট মেয়ে। রুমাইশা পাটনা সাউথ পয়েন্ট পাবলিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। উচ্চ মাধ্যমিকে ৯৬ শতাংশ পেয়েছেন তিনি। পাশাপাশি তিনি সর্বভারতীয় নিট প্রবেশকা পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন । বাবা তৌহিদুল ইসলাম জানান, ‘‌মেয়ের সাফল্য অবশ্যই তার পরিশ্রমের ফল। শুরু থেকেই সারা বছর ধরে পরিশ্রম করছে। পাটনা সাউথ পয়েন্ট পাবলিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পাশাপাশি নিট পরীক্ষায় বসেছিল রুমাইসা। আমরা পরিবারের সকলে ওর ফলাফলে খুশি।’‌ মা কোহিনুর খাতুন ও খুশি। মেয়ে রুমাইশা বলে ‘‌আমার সাফল্যের পেছনে আমি নিজেই যেমন রয়েছি, তেমনই অবদান রয়েছে আমার বাবা-‌মা এবং কোটিং সেন্টারের। আমার পড়াশোনার নির্দিষ্ট কোনও বাঁধা সময় ছিল না। কিন্তু নিয়মিত পড়াশোনা করতাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *