গঙ্গারামপুর,২৭ মার্চ :
গ্রামগঞ্জে সরকারি প্রকল্পের কাজ কতটা হয়েছে। কোন গ্রামে পানীয় জলের কষ্ট হয়েছে। কোন গ্রামে রাস্তা পাকা হয়নি। এসবের পাশাপাশি সাধারণ মানুষের অভাব,অভিযোগ সব একাধিক বিষয়ে খোঁজ খবর করতে দিদির দূত কর্মসূচি চালু করছে তৃণমূল কংগ্রেস।পঞ্চায়েত ভোটের আগে দিদির দূত হয়ে তৃণমূল কংগ্রেসের নেতা,কর্মীরা বুথে বুথে ছুটছেন। গ্রামের পাশাপাশি এবার গঙ্গারামপুর শহরে শুরু হল দিদির দূত কর্মসূচি।
সোমবার দিদির দূত কর্মসূচি গঙ্গারামপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ড থেকে। শুরুতেই ধলদিঘির আতাশার দরগায় চাদর চড়িয়ে ও জগনাথ মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেন তৃণমূল নেতা কর্মীরা। এরপর শহরের ১৬,১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ড ধলদিঘি,প্রানসমিতি,বিডিও মোড়,মিশন পাড়া,সুভাষপল্লি,কালদিঘি সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। ঘুরে স্টেডিয়ামে মধ্যহ্ন ভোজ সারেন। বিকেল হতে ফের তিনটা ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সন্ধ্যায় ফরিকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে পথসভা করা হয়। এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার,জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নিখিল সিংহ রায়,গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম চ্যাটার্জি,গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি সুকুমার মহন্ত প্রমুখ।
জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার বলেন,গ্রামীন এলাকার পাশাপাশি শহর এলাকায় আজ থেকে দিদির দূত কর্মসূচি শুরু হল। শহরের ৪ টি ভাগে কর্মসূচি চলবে। আজকে ১৬,১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কর্মসূচি করা হল।

