গঙ্গারামপুর,১৭ এপ্রিল :——-–
দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের চক বলরাম গ্রামের তিন আদিবাসী মহিলাকে দন্ডি কাটিয়ে তৃণমূলে যোগদান করা হয়। ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন বিরোধী রাজনৈতিক দল গুলি। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সরব হয় আদিবাসী সংগঠন গুলি। ঘটনার পর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে প্রদীপ্তা চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়। প্রদীপ্তার দুই সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করে। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বাংলা বনধ ডাক দেয় আদিবাসী সেঙ্গেল অভিযান।সেই মত বনধ সফল করতে সোমবার থেকে গঙ্গারামপুর চৌপথিতে পিকেটিং করে সরব হয় আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা।
আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বনধে সকাল থেকে গঙ্গারামপুর সরকারি,বেসরকারি বাস সমস্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। দোকান পাট ছিল বন্ধ। বনধ ঘিরে সকাল থেকে গঙ্গারামপুর পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়ন ছিল যথেষ্ট।

