দণ্ডি বিতর্ক! প্রদীপ্তার গ্রেফতারির দাবিতে এবারে রাস্তায় নামলো আদিবাসীরা। বালুরঘাট শহরজুড়ে মিছিল কয়েকশো সশস্ত্র আদিবাসীর।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বালুরঘাট, ১১ এপ্রিল দক্ষিণ দিনাজপুর :———      —–– দণ্ডি বিতর্কের ঘটনার চারদিন অতিক্রান্ত হলেও গ্রেফতার হয়নি মূল অভিযুক্ত। প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন সশস্ত্র আদিবাসীদের। মঙ্গলবার বিকেলে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটে। এদিন সশস্ত্র আদিবাসীরা গোটা শহর পরিক্রমা করে তৃণমূলের ঐ মহিলা নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবিতে সরব হন। যার পড়ে জেলাশাসকের অফিসের সামনে হাসুয়া উচিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আদিবাসী মহিলারা। যার জেরে তুমুল উত্তেজনা ছড়ায় জেলাশাসক অফিস চত্বরে এলাকায়। যদিও এই ঘটনার আগাম খবর পেয়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল গোটা বালুরঘাট শহর জুড়ে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, রাতের অন্ধকারে আদিবাসী মহিলাদের দিয়ে দণ্ডি কাটিয়ে আদিবাসী সমাজের সম্মানহানী করেছেন ওই তৃণমূলের মহিলা নেত্রী। এসবের পরেও কেন তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি? কেনই বা আদিবাসী ধারায় মামলা রজু করা হয়নি। পুলিশের এমন কর্মকান্ডের প্রতিবাদ জানিয়েই এদিন রাস্তায় নেমেছেন তারা। অবিলম্বে ওই মহিলাকে গ্রেফতার না করা হলে জেলা অচল করে দেওয়া হবে বলেও হুশিয়ারি দিয়েছেন তারা।

দক্ষিণ দিনাজপুর আদিবাসী যৌথ মঞ্চের তরফে রবীন হাসদা ও সুনীল বাঘোয়াররা বলেন, দল বদলাতে কাউকে দণ্ডি কাটতে হয়না। তাই যদি হয় তবে অনেক নেতা মন্ত্রীকে আগে দন্ডি কাটাতে হবে। আদিবাসী বলেই তাদের ওপর এ ধরনের মধ্যযুগীয় বর্বরতার আচরণ করা হয়েছে। এই ঘটনা যে অন্যায় হয়েছে তা তৃণমূল মেনে নিয়ে ইতিমধ্যে দলের সব জায়গা থেকে প্রদীপ্তা চক্রবর্তী কে সরিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও পুলিশ কেন এখনো তাকে গ্রেপ্তার করেনি তার প্রতিবাদে এদিন রাস্তায় নেমেছেন তারা। দল যার যেমন খুশি করতেই পারে। কিন্তু তারা আদিবাসীরা সকল রাজনৈতিক দলের উর্ধে গিয়ে এই আন্দোলনে নেমেছেন। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার না করা হলে আগামীতে তারা আরো বড় আন্দোলনে নামবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *