দণ্ডি কান্ডের ঘটনাকে অবাঞ্চিত বলে ব্যাখ্যা তৃণমূল আদিবাসী সেলের রাজ্য সভাপতির। তপনের গোফানগরে গিয়ে এমনটাই বললেন দেবু টুডু।
বালুরঘাট, ১২ এপ্রিল —–– আদিবাসী মহিলাদের উপর নির্যাতনের ঘটনাকে অবাঞ্চিত ঘটনা বলে আখ্যা দিলেন তৃণমূলের আদিবাসী সংগঠনের রাজ্য সভাপতি দেবু টুডু। বুধবার তপনের গোফানগরে গিয়ে দন্ডি কান্ডে নির্যাতিতা ওই তিন আদিবাসী মহিলার সঙ্গে দেখা করেন তিনি। যেখানে দেবু টুডু ছাড়াও হাজির ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সন্তোষ হাঁসদা, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম, সহকারি সভাধিপতি ললিতা টিগ্গা, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু সহ অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। নির্যাতিতা তিন মহিলার সঙ্গে এদিন দীর্ঘ সময় ধরে কথা বলছেন দেবু টুডু সহ অন্যান্য জেলা নেতৃত্বরা৷ যেখানে ওইদিন রাতে দণ্ডি কাটবার বিষয় নিয়ে মহিলা তৃণমূল নেত্রীর আগ্রাসী মনোভাবের বিষয়ও আলোচিত হয়েছে। একইসাথে পরিবারের আর্থিক অবস্থার খোজ খবরও নিয়েছেন রাজ্যের আদিবাসী সংগঠনের ওই রাজ্য নেতা। এদিন যে ঘটনা নিয়ে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল ওই গ্রামে। শুধু তাই নয়, ঘটনার পর থেকে পুলিশ পিকেটিং রয়েছে চকবলিরাম মিশনপাড়া গ্রামে।
তৃণমূল আদিবাসী সেলের রাজ্য সভাপতি দেবু টুডু বলেন, দণ্ডি কান্ডের ঘটনাটি একটি অবাঞ্চিত ঘটনা। এরপিছনে কারো কোন অভিসন্ধি রয়েছে কিনা তার তদন্ত শুরু হয়েছে। যে এই ঘটনার পিছনে যুক্ত রয়েছে তাকে ইতিমধ্যেই দল শাস্তি দিয়ে দিয়েছে।
শিউলি মার্ডি নামে নির্যাতিতা এক আদিবাসী মহিলা বলেন, দেবু টুডু যা জানতে চেয়েছে তা তাকে জানিয়েছেন তারা। তবে ওই রাতের ঘটনা আর তারা মনে করতে চাননা।

