দক্ষিণ দিনাজপুর জেলা সফরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে আছেন মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সেকেন্ড ইন কমান্ড, গোচিহারে জনসভা না হলেও স্টেডিয়ামে থাকছে কর্মসূচি,তৃণমূলের মিডিয়া কনভেনর জয়ন্ত কুমার দাস জানালে, প্রচুর ভিড় হবে অনুষ্ঠানগুলিতে

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ১ মে দক্ষিণ দিনাজপুর : —–– গঙ্গারামপুর ১ মে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর জেলা সফরে আসছেন তৃণমূলের সেকেন্ডইন কমান্ড। বেলা ১১ঃ০০ টার পর থেকে রাত্রি আটটা পর্যন্ত, কুশমন্ডি, হরিরামপুর, বালুরঘাটের খানপুর, পতিরাম, তপন ও শেষে গঙ্গারামপুর স্টেডিয়ামে তিনি রাত্রি যাপন করবেন। গঙ্গারামপুরের গোচিহারে যে সভা হওয়ার কথা ছিল সেই সময় বাতিল করা হলেও গঙ্গারামপুরে স্টেডিয়ামের অনুষ্ঠান হচ্ছে। এবিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও শ্রমিক সংগঠনের জেলা সভাপতি জানালেন,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের কথা। ২মে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা সফরে নিয়ে উন্নয়নের অঙ্গীকার,তৃণমূলের নব জোয়ার। জনসংযোগ যাত্রা নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে সভা করবেন তৃণমূলের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা তৃণমূল্য সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১১ঃ৩০মিনিট নাগাদ দেহাবনধ তিনি প্রথম অনুষ্ঠান করবেন। সেখান থেকে সাড়ে বারোটা নাগাদ হরিরামপুরে হাই স্কুল মাঠে সহ করবেন অভিষেক। হরিরামপুর থেকে তিনি সোজা চলে যাবেন বালুরঘাটের খাপুর এলাকায়। সেখানে খাদ্য আন্দোলনের শহীদদের মূর্তিপাদদেশে অনুষ্ঠান করবেন। সেখানে সবার শেষ করেই তিনি বালুরঘাট ব্লকের প্রতি রাতে চৌপথি মোরে সভা করবেন। পতিরামের প্রোগ্রাম শেষ করার সঙ্গে সঙ্গে তিনি তপনের চক সাথীহার এলাকায় চা চক্রে যোগদান করবেন। এরপরেই সাতটা নাগাদ গঙ্গারামপুর স্টেডিয়ামে তিনি এসে অনুষ্ঠানে যোগদান করবেন। সেখানে তিনি রাত্রি যাপন করবেন বলে জানা গেছে। এদিন গঙ্গারামপুর স্টেডিয়ামে মালদা রেঞ্জের ডিআইজি সুদীপ্ত সরকার, জেলার এসপি রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ডেনডুপ শেরপা, মহকুমা পুলিশ আধিকারি দ্বীপায়ন ভট্টাচার্য, ডিএসপি দেবাশীষ বসু, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র, গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের মিডিয়া কনভেনার জয়ন্ত কুমার দাস, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নামিজুর রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৌশিক সাহা সহ আরো অনেকেই মাঠের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। ঘুরে দেখেন স্টেডিয়ামে মাঠের বিভিন্ন জায়গা। স্টেডিয়াম সহ জেলার বিভিন্ন প্রান্তের অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি জায়গাগুলো পরিদর্শন করেন তার সিকিউরিটিরাও । গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের মিডিয়া কনভেনার জয়ন্ত কুমার দাস ও শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নামিজুর রহমান জানিয়েছেন, ২রা মে মঙ্গলবার একাধিক কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গঙ্গারামপুর এর গোচিহারের সভা বাতিল করা হলেও স্টেডিয়ামের কর্মসূচি রয়েছে। জেলা তৃণমূল নেতৃত্বের আশা কর্মসূচি গুলিতে ব্যাপক ভিড় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *