দক্ষিণ দিনাজপুর – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারি ম‍্যাডাম সঙ্গীতা চ‍্যাটার্জী মহাশয়ার নির্দেশে মাদক দ্রব‍্যের অপব‍্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিষেবা গুলো জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পি এল ভি গোলাম রাব্বানী শিবির করে প্রচার করেন গঙ্গারামপুর ব্লকের চালুন জিপি,র প্রতন্ত এলাকায় শঙ্কর পুর আই সি ডি এস সেন্টারে শিবির করে প্রচার করেন উপস্থিত ছিলেন অভিভাবকেরা অঙ্গন ওয়াড়ী সহায়িকা এবং অঙ্গন ওয়াড়ী কর্মী রিতা বর্মণ মহাশয়া

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

প্রতি বছর ২৬ শে জুন বিশ্বজুড়ে ১৯৮৯ সাল থেকে পালন হয়ে আসছে মাদক দ্রব‍্যের অপব‍্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস ( International Day Against Drug Abuse and Illicit Trafficking ) ,
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষ কে সচেতন করতে এবং মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে প্রতি বছরের ন‍্যায় এ বছরেও দক্ষিণ দিনাজপুর – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে দিনটি পালন করা হলো । নিজে সচেতন হওয়া এবং অন্যরা যাহাতে মাদকা শক্তি থেকে আসক্ত না হয় সে বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়। মাদকের অপব্যবহারের ফলে অনেক পরিবারে অশান্তি হয়ে থাকে এবং সমাজে এর প্রভাব পড়ে।

মাদক দ্রব‍্যের অপব‍্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালনের সাথে সাথে জেলা আইনি পরিষেবা গুলো প্রচার করেন পি এল ভি গোলাম রাব্বানী

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে কি কি সুবিধা পাওয়া যাবে এবং কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন সে বিষয়ে প্রচার করেন ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সকলের জন্য পরিষেবা ।
বিনামুল্যে আইনি পরামর্শ, মামলার পূর্বে আপোষ নিষ্পত্তি , লোক আদালতে আপোষের মাধ্যমে দ্রুত মামলার নিষ্পত্তি ,
অঞ্চল , থানা, ব্লকে নিযুক্ত পি এল ভি দ্বারা আইনি সহায়তা প্রদান।
কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন –
মহিলা , শিশু, তফসিলি জাতি , তফসিলি উপজাতি, কারাগারে বন্দী বা পুলিশ হেফাজতে আছেন এমন ব‍্যাক্তি রা ।

শিশুদের সু সাস্থ্য , শিশুদের পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল‍্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *